সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ারটেল ব্যবহারকারীদের জন্য সুখবর। বছরের শেষে ৪০০ টাকারও কমে আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হল এয়ারটেল। শুধু আনলিমিটেড কলই না, এতে পাবেন হটস্টার-সহ একগুচ্ছ সুবিধা।
২০২৪ শেষের পথে। নতুন বছরের জন্য ওয়েলকাম অফার ঘোষণা করেছে জিও। এবার প্রিপেড গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্ল্য়ান নিয়ে হাজির হল এয়ারটেল। নতুন এই প্ল্যানের দাম ৩৯৮ টাকা। কী কী পাবেন এই রিচার্জে? ২৮ দিনের এই রিচার্জ প্ল্যানে থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। প্রতিদিন ২ জিবি করে পাবেন ডেটা। পাবেন, হটস্টার। ফলে নতুন রিলিজ হওয়া ওয়েব সিরিজ থেকে শুরু করে, লাইভ ম্যাচ, সবই দেখতে পাবেন অতিরিক্ত ব্যয় না করেই। তবে হ্যাঁ, মাত্র একটি ডিভাইস থেকেই অ্যাক্সেস করা যাবে হটস্টার।
উল্লেখ্য, ২০২৫ সালকে স্বাগত জানাতে ২০২৫ টাকার রির্জাচ প্ল্যান বাজারে এনেছে জিও। এই প্ল্যানের মেয়াদ ২০০ দিন। দৈনিক ২.৫ জিবি হিসেবে মিলবে ৫০০ জিবি ৪জি ডেটা। মিলবে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০টি এসএমএস। যে সমস্ত শহরে বা এলাকায় ৫জি কানেকশন রয়েছে সেখানে আনলিমিটেড ৫জি পরিষেবা পাবেন গ্রাহকরা। তাছাড়া জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউডের বিনামূল্যের সাবস্ক্রিপশন থাকছেই। জিও নয়া ঘোষণা করতে না করতেই নতুন রিচার্জ প্ল্যান ঘোষণা করল এয়ারটেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.