Advertisement
Advertisement

এয়ারটেলের আকর্ষণীয় ভয়েস কল ও ডেটা প্ল্যান অফার!

এবার কী আনল তারা? সংস্থার তরফে জানানো হয়েছে, ১,১৯৯ ও ১,৫৯৯ টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল ও 3G অথবা 4G ডেটা মিলবে৷

Airtel is giving unlimited voice calling
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 5, 2016 6:47 pm
  • Updated:June 11, 2018 4:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ারটেল ব্যবহার করেন? তাও আবার পোস্ট-পেড কানেকশন? তাহলে তো সোনায় সোহাগা৷ কারণ দেশের এক নম্বর টেলিকম পরিষেবা সংস্থা পোস্ট-পেড গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় অফার৷ ‘myPlan Infinity’ সিরিজের মধ্যেই আরও নতুন নতুন লোভনীয় প্ল্যান যুক্ত করেছে এয়ারটেল৷

এর আগে প্রি-পেড ও পোস্ট-পেড গ্রাহকদের বিভিন্ন ধরনের ভয়েস কল ও ডেটা অফার দিয়েছে এয়ারটেল৷ এবার কী আনল তারা? সংস্থার তরফে জানানো হয়েছে, ১,১৯৯ ও ১,৫৯৯ টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল ও 3G অথবা 4G ডেটা মিলবে৷

Advertisement

প্রথমেই জেনে নেওয়া যাক, ১,১৯৯ টাকার অফারে কী রয়েছে৷ এই প্ল্যান যাঁরা ব্যবহার করেন তাঁরা আনলিমিটেড লোকাল, এসটিডি ভয়েস কল করতে পারবেন৷ ন্যাশনাল রোমিংয়েও আনলিমিটেড ছাড় মিলবে৷ এখানেই শেষ নয়৷ প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএসও পাবেন গ্রাহকরা৷ সেই সঙ্গে ১ জিবি 3G বা 4G ডেটাও মিলবে৷ এছাড়া ফ্রি উইঙ্ক মিউজিক ও উইঙ্ক মুভিজ পরিষেবাও থাকছে৷

এবার আসা যাক, ১,৫৯৯ টাকার প্ল্যানটিতে৷ এক্ষেত্রেও ভয়েস কল ও এসএমএস-এর অফারটি একই রকম হবে৷ তবে ডেটার ক্ষেত্রে এই প্ল্যানের গ্রাহকরা পেয়ে যাবেন ৫ জিবি 3G বা 4G ডেটা৷ ফ্রি উইঙ্ক মিউজিক ও উইঙ্ক মুভিজ পরিষেবা তো থাকছেই৷ ডেটা শেষ হয়ে গেলে প্রতি এমবি-তে ৫০ পয়সা করে ব্যালেন্স কাটা যাবে৷ গত মাসেই প্রি-পেড গ্রাহকদের জন্য ‘Happy Hours’ চালু করেছিল সংস্থা৷ যা বেশ জনপ্রিয় হয়েছিল৷ পোস্ট-পেড প্ল্যানটিও সুপারহিট হবে বলে আশা এয়ারটেলের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement