সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েদের অন্তর্বাস নিয়ে আলোচনা, পরীক্ষা-নিরীক্ষা চললেও ছেলেদের অন্তর্বাস নিয়ে তেমন একটা মাথা ঘামান না কেউই৷ তবে নয়া গবেষণা বলছে অবশ্যই মাথা ব্যথার কারণ হতে পারে ছেলেদের অন্তর্বাসও৷ সঠিক ব্যবহার না জানলে তা ডেকে আনতে পারে মারাত্মক বিপদ।
[শয্যায় কতটা সাহসী সঙ্গিনী, এই পাঁচ উপায়েই জানতে পারবেন]
ছেলেদের অন্তর্বাসের বিষয়ে সম্প্রতি গবেষণা করে হার্ভার্ড টি. এইচ স্কুল অফ পাবলিক হেলথ৷ গবেষণার জন্য সংগ্রহ করা হয় ৬৫৬ জন পুরুষের সিমেন স্যাম্পল এবং সংস্থাটি খোঁজ করে পুরুষদের অন্তর্বাসের বিভিন্ন ডিজাইন সম্পর্কে৷ জানা গিয়েছে, এই গবেষণাতেই প্রকাশ্যে এসেছে নয়া তথ্য৷ গবেষকরা বলছেন, পুরুষদের অন্তর্বাস পরার উপর নির্ভর করে শুক্রাণু বা স্পার্মের হ্রাস-বৃদ্ধির হার৷ দেখা গিয়েছে, যে পুরুষরা ঢিলেঢালা অন্তর্বাস বা জাঙ্গিয়া পরে তাঁদের স্পার্ম কাউন্ট অনেক বেশি৷ তুলনায় অনেক কম স্পার্ম কাউন্ট রয়েছে আঁটসাট অন্তর্বাস পরিহিত পুরুষদের৷ এখান থেকেই গবেষকরা সিদ্ধান্তে আসেন, যে পুরুষরা বক্সার, জকি ইত্যাদি জাঙ্গিয়া ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রে এই শুক্রাণু উৎপাদনের হার উর্ধ্বমুখী৷
[কেবল মহিলারা নন, মিলনের পর মন খারাপ হয় পুরুষদেরও]
গবেষকরা সতর্ক করে বলেন, বিশেষ করে বয়ঃসন্ধির সময়ে আঁটসাট জাঙ্গিয়া ব্যবহার করা উচিত নয়। কারণ, এই সময়ে পুরুষদের যৌনাঙ্গের বিকাশ ঘটে। ফলে সেই সময়, আঁটসাট অন্তর্বাস পরলে স্পার্ম কাউন্ট কম হয়৷ যা পরবর্তীকালে ডেকে আনতে পারে পুরুষত্বহীনতা৷ তাঁরা আরও বলেন, রাতে ঘুমের সময়ও কখনওই জাঙ্গিয়া পরা উচিত নয়। এতে ক্ষতিগ্রস্ত হয় শুক্রাণু উৎপাদন৷ ফলে জাঙ্গিয়া নির্বাচনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন পুরুষদের এমনই জানান গবেষকরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.