Advertisement
Advertisement
Qualcomm processor

দুনিয়া জুড়ে ঝুঁকির মুখে ৯০ কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন

সবচেয়ে বেশি বিপদের মুখে স্যামসাংয়ের মোবাইলগুলি৷

900 million Android smartphones affected by security flaw in Qualcomm
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 8, 2016 5:19 pm
  • Updated:May 10, 2019 7:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কি কোয়ালকম প্রসেসর রয়েছে? তাহলে আপনার চিন্তার কারণ রয়েছে! কারণ, একটি সফটওয়্যার সংস্থার দাবি, এই মুহূর্তে বিশ্বের প্রায় ৯০ কোটি কোয়ালকম প্রসেসর যুক্ত স্মার্টফোন ‘হাই-রিস্কি’ অবস্থায় রয়েছে৷

যে সমস্ত ডিভাইস কোয়ালকম প্রসেসরে চলে সেখানে Quadrooter নাম এক নয়া সমস্যা তৈরি হয়েছে৷ এই Quadrooter কোয়ালকম প্রসেসর যুক্ত ফোনগুলিতে অন্তত চার রকম বিপদের মুখে ফেলে দিচ্ছে৷ এই সমস্যায় আক্রান্ত হলে যে কোনও মামুলি হ্যাকার আপনার ফোনের ইন্টারনাল ডেটার দখল নিতে পারে৷ প্রয়োজন হবে না কোনও অনুমতিরও৷

Advertisement

চেক পয়েন্ট নাম ওই সংস্থার দাবি, কোয়াড-রুটার একটি ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা তুলে দেবে কোনও থার্ড পার্টির হাতে৷ যে ইচ্ছা করলেই আপনার স্মার্টফোনে গচ্ছিত সমস্ত তথ্য-ব্যক্তিগত ছবি কুকাজে ব্যবহার করতে পারে৷ ফোনের ভিডিও, রেকর্ডিং অডিও, যে যে ‘কিওয়ার্ডস’ আপনি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ঢোকেন, সেগুলিও চলে যাবে হ্যাকারদের জিম্মায়৷

অন্যান্য ম্যালওয়্যারের তুলনায় কয়েক গুণ বেশি ক্ষতিকারক এই নয়া সমস্যা৷ কারণ, Quadrooter মারফত আপনার স্মার্টফোন হ্যাক করতে একজন শিক্ষানবিশ হ্যাকারের দরকার হবে মাত্র একটি অ্যাপ৷

তাহলে এই সমস্যা সমাধানে উপায় কী?

ঘাবড়াবেন না! চেক পয়েন্ট তাদের একটি ব্লগে বলছে, যে মুহূর্তে গুগল অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য আপডেট নিয়ে আসবে, সেটি আপডেট করুন৷ তবে এপিকে ফাইল ইনস্টল করে ‘রান’ করতে যাবে না৷ তাতে বিপদ বাড়বে বই কমবে না! কোনও অ্যাপ পারমিশন চাইলে আগে ভাল করে পুরো মেসেজটা পড়ে নিন৷ এই মুহূর্তে সবচেয়ে বেশি বিপদের মুখে স্যামসাংয়ের মোবাইলগুলি৷ যে যে মোবাইলের ক্ষেত্রে বিপদ রয়েছে সেগুলি হল- Galaxy S7, Galaxy S7 Edge, OnePlus 3, Google Nexus 5X, Nexus 6, Nexus 6P, LG G4, LG G5 , LG V10, OnePlus One, OnePlus 2, OnePlus 3 মডেলে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement