সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুল ও গয়না মেয়েদের ‘অলটাইম ফেভরিট’! যে কোনও পরিস্থিতিতে চকোলেটও তাঁদের খুশি করতে পারে৷ কিন্তু পুরুষদের যে ৯ কাজে তাঁরা সবথেকে বেশি সন্তুষ্ট হন, আজ এই প্রতিবেদনে সেই কথাই জানাব আপনাদের-
১. একদিন ব্রেকফাস্ট বানিয়েই দেখুন না: সপ্তাহের যে কোনও একটি কাজের দিন সকালে সময় বের করে স্ত্রীর জন্য ব্রেকফাস্ট বানিয়ে দেখুন, তিনি খুশিতে উদ্বেল হয়ে উঠবেন৷
২. পার্টনারের ‘টু ডু লিস্ট’ বানান আপনিই: আপনার স্ত্রী বা প্রেমিকার সামনে একগাদা কাজ! কোনটা আগে করবেন, কোন কাজটা পরে করবেন- তিনি গুলিয়ে ফেলেছেন৷ এই পরিস্থিতিতে হাল ধরুন৷ চটপট তাঁকে একটি ‘টু ডু লিস্ট’ বানিয়ে দিন মোবাইলে৷ কোনটা আগে করতে হবে, কোন কাজটা কদিন পরে করলেও চলবে- বুঝতে সাহায্য করুন আপনার পার্টনারকে৷
৩. বাড়ির ছোটখাটো কাজগুলি করতে পার্টনারকে সাহায্য করুন: বাড়ির জানালার পর্দাটা অনেকদিন ধরে নোংরা হয়ে পড়ে রয়েছে- পার্টনারকে না জানিয়ে একদিন আপনিই কেচে পরিষ্কার করে ফের জানালায় টাঙিয়ে দিন৷ আপনার স্ত্রী অফিস থেকে ফিরে এসে দেখে চমকে যাবেন, খুশিও হবেন৷ এরকম কয়েকটি ছোটখাটো কাজে স্ত্রীকে সাহায্য করে দেখুন, তিনি আপনার কাজে ইমপ্রেস হবেন৷
৪. পার্টনারের কাজে উৎসাহ দিন: ছোট হোক বা বড়, পার্টনারের কাজে উৎসাহ দিন৷ কর্মজগতে অভিজ্ঞতা অর্জনে তাঁকে সাহায্য করুন৷
৫. ভয়েস মেসেজ পাঠান: দিনভর ব্যস্ততার মধ্যে ফোন করতে না পারলেও পার্টনারকে একটা ছোট্ট ভয়েস মেসেজ পাঠিয়ে দিন৷ হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠাতে আপনার কোনও বাড়তি পয়সাও খরচ হবে না৷
৬. প্লে-লিস্ট: পার্টনারের মোবাইলে-আইপডে দুর্দান্ত গানে ঠাসা একটি প্লে-লিস্ট বানিয়ে দিন৷ এর ফলে আপনার পার্টনার যখন কোথাও যেতে যেতে গান শুনবেন, আপনার কথা তাঁর মনে পড়বেই৷
৭. ফোনকে দূরে সরান: কোথাও একসঙ্গে খেতে গেলে বা বেড়াতে গেলে মোবাইল ফোনটিকে আপনাদের দু’জনের মধ্যে আনবেন না৷ এটা যথেষ্ট বিরক্তিকর৷
৮. সাজিয়ে তুলুন স্নানঘরকে: বাড়ির স্নানঘরটিকে একদিন সাজিয়ে তুলুন| ব্যবহার করুন মোমবাতি, সুগন্ধী৷ এতে আপনার পার্টনার দারুন খুশি হবেন৷
৯. উইকএন্ডকে স্পেশ্যাল করে তুলুন: গোটা সপ্তাহ কাজের পর ছুটির দিনটিকে আপনার প্রেমিকা বা স্ত্রীয়ের কাছে ‘স্পেশ্যাল’ করে তুলুন৷ তাঁকে নিয়ে লং ড্রাইভে বেড়াতে যান, নইলে সিনেমা দেখে আসুন!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.