Advertisement
Advertisement

বিউটি প্রোডাক্টের এই তথ্যগুলি জানলে আপনি চমকে উঠবেন

বাজার থেকে বিউটি প্রোডাক্ট কেনার সময় অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন৷

8 Ugly truths behind Beauty Products
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 18, 2016 3:33 pm
  • Updated:July 11, 2018 12:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচজনের সামনে নিজেকে সুন্দরভাবে তুলে ধরতে কে না চান! আর নিজেকে সুন্দর করার জন্য কিছু না কিছু পরীক্ষা-নিরিক্ষা চলতেই থাকে৷ আজ এই শ্যাম্পু তো কাল ওই ক্রিম৷ অমুক ব্র্যান্ডের লিপস্টিক ছেড়ে গ্যাঁটের টাকা আরও একটু খরচ করে তমুক ব্র্যান্ডের লিপস্টিকটা কিনে নেন আপনি৷ কিন্তু আপনাকে যদি বলা হয় সেই লিপস্টিকই ক্যান্সারের কারণ হতে পারে৷ বিশ্বাস করবেন কি?

প্রতিযোগিতার বাজারে নিজেদের ধরে রাখতে রোজই নতুন নতুন প্রোডাক্ট আনছে বিভিন্ন কোম্পানি৷ সেসব পণ্য ক্রেতাদের আকর্ষণও করছে৷ কিন্তু পণ্যের বিষয়ে অনেকটা সত্যই ক্রেতাদের থেকে লুকিয়ে যায় কোম্পানিগুলি৷ সেগুলি আপনার ত্বকের বা শরীর-স্বাস্থ্যের কতটা ক্ষতি করতে পারে, সে বিষয়ে আপনি থেকে যান অন্ধকারেই৷ তাই এই প্রতিবেদনে এমন কিছু তথ্য তুলে ধরা হল, যা আপনাকে আরও সতেচন হতে সাহায্য করবে৷ পরবর্তীকালে বাজার থেকে বিউটি প্রোডাক্ট কেনার সময় অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন৷

Advertisement

2d078ae19606f376d4a408863e27de20_1024x1024

১. আপনার পছন্দের লিপস্টিকে অত্যধিক মাত্রায় সীসা থাকে৷ যা ঠোঁট থেকে পেটে ঢুকে কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে৷ এমনকী ক্যানসারের সম্ভাবনাও থেকে যায়৷
২. আপনার বিউটি প্রোডাক্টের জোগান দেওয়ার জন্য প্রতি বছর গোটা বিশ্বে ১ লক্ষেরও প্রাণীর প্রাণ যায়৷
৩. পাঁচটি কসমেটিক্সের মধ্যে অন্তত একটিতে ফরম্যানডেহাইডের আস্তরণ থাকে৷ যা ক্যানসারের আঁতুড় ঘর হিসেবে পরিচিত৷
৪. টিভির পর্দায় অনেক বিজ্ঞাপনেই দেখানো হয়, অমুক পণ্যটি ১০০ শতাংশ আয়ুর্বেদিক৷ বিশ্বাস করবেন না৷ কারণ বাজারে এমন কোনও প্রোডাক্ট নেই, যাতে কেমিক্যাল মেশানো হয় না৷ অনেক সময় কেমিক্যালের গন্ধ ঢাকার জন্য কৃত্রিম সুগন্ধীও ব্যবহার করা হয়৷ তাই দিনের শেষে আপনার ত্বক কিন্তু কেমিক্যালযুক্ত পণ্যই সহ্য করছে৷
৫. শিশুদের স্পর্শকাতর ত্বকের জন্য বাবা-মারা অতিরিক্ত সতর্ক থাকেন৷ তাই যে পণ্যে শিশুদের ত্বকে এলার্জি হবে না, সেটিকেই বেছে নেন৷ কিন্তু একেবারে এলার্জি হবে না, এমন কোনও প্রোডাক্টের অস্তিত্বই নেই৷ সেটা নেহাত অলীক কল্পনা৷ কোনও পণ্যে বেশি অথবা কম এলার্জি হতে পারে৷ কিন্তু এলার্জি হবে না, এ ধারণা ভুল৷

Woman eye with long eyelashes and mascara brush

৬. ৩০ বছরের পর থেকে ত্বকে আসতে থাকা ভাঁজ দূর করার জন্য অ্যান্টি-রিংকল ক্রিম ব্যবহার করার পরামর্শ আপনিও পেয়ে থাকতে পারেন৷ জেনে রাখুন, এসব ক্রিমে ত্বকের ভাঁজ খানিকটা হালকা হয় ঠিকই৷ কিন্তু কখনওই দূর হয় না৷
৭. দোকানে বিক্রি হওয়া গায়ে মাখা সাবানগুলির মধ্যে অনেকগুলিতেই প্রাণীর চর্বি ব্যবহার করা হয়৷
৮. কোনও ফেয়ারনেস ক্রিমে কী কী উপাদান রয়েছে তা সেটির গায়েই লেখা থাকে৷ কিন্তু একটি উপাদানের কথা লুকিয়ে রাখা হয়৷ অনেক ফেয়ারনেস ক্রিমে পারদ থাকে৷ এবং পারদ মানুষের কিডনি এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি করে৷

তাই এবার থেকে বিউটি প্রোডাক্ট ব্যবহারের সময় দু’বার ভাবুন৷ ঠিক করছেন তো?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement