Advertisement
Advertisement

Breaking News

Gmail ভুলে মাতুন Google Inbox-এ

এই সব সুবিধার জন্য অবশ্য একটা জিনিস থাকতেই হবে৷ সেটি হল বৈধ গুগল আইডি৷

7reasons why Google’s Inbox is better than Gmail
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 7, 2016 9:19 pm
  • Updated:February 27, 2019 5:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-মেলকে পিছনে ফেলে গুগল আনল নতুন ইনবক্স অ্যাপ৷ স্মার্টফোন থেকে ডেস্কটপ সবেতেই বাড়ছে এই নতুন ইনবক্স ব্যবস্থার চাহিদা৷ কারণ এই সাত সুবিধা৷

১)নতুন ইনবক্স ব্যবস্থায় প্রত্যেক ধরনের মেসেজের জন্য আলাদা আলাদা বিভাগ থাকবে৷ যেমন, সোশ্যালের মেসেজ থাকে ‘সোশ্যাল ফোল্ডার’-এ আর কম গুরুত্বপূর্ণ জিনিস যাবে ‘লো প্রায়োরিটি ফোল্ডার’-এ৷

Advertisement

1

২) অনেক সময় অনেক প্রবন্ধ বা কাহিনিই সময়ের অভাবে আমাদের পড়া হয়ে ওঠে না৷ নতুন ইনবক্স ব্যবস্থায় আপনি পছন্দের মেসেজটি সেভ করে রেখে দিতে পারবেন এবং পরে যখন ইচ্ছে পড়তে পারবেন৷

2

৩) নতুন এই ব্যবস্থায় আপনি অ্যালার্ম সেট করে রাখার সুযোগও পাবেন৷ এমনকী ভবিষ্যতের গুরুত্বপূর্ণ দিন-তারিখ-অনুষ্ঠান সব আপনাকে মনে করিয়ে দেবে ‘গুগল ইনবক্স’৷

3

৪) অনেক সময় কোনও গুরুত্বপূর্ণ ই-মেল আমাদের বহুদিন বাদে ভীষণ প্রয়োজন হয়ে পড়ে৷ তখন উপচে পড়া জি-মেল ইনবক্স থেকে তা খুঁজে পাওয়া যেন উলুবনে মুক্ত খোঁজার মতো হয়ে দাঁড়ায়৷ কিন্তু, নতুন ইনবক্স ব্যবস্থায় আপনি আপনার দরকারি মেসেজগুলি শিডিউল করে রাখতে পারবেন৷

4

৫)  কোনও নির্দিষ্ট বস্তু সম্পর্কে বেশ কিছু তথ্য আপনার কাছে আছে৷ সব একেবারে দেখতে চান? ‘গুগল ইনবক্স’-এ স্পেশ্যাল ইনফরমেশন কার্ড-এ সেভ করে রাখুন সব তথ্য৷

5

৬) অনেক সময় বাড়তি মেলের ভিড়ে হারিয়ে যেতে বসে গুরুত্বপুর্ণ তথ্যগুলিই৷ ‘গুগল ইনবক্স’-এ তা হবে না৷ কারণ তাতে গুরুত্ব বিচারে সাজানো থাকে সব জিনিস৷

6

৭) জি-মেলের তুলনায় অনেক বেশি তাড়াতাড়ি কাজ করবে ‘গুগল ইনবক্স’৷ রিমাইন্ডার-এর পাশাপাশি দিয়ে দেবে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক তথ্যও৷

7

এই সব সুবিধার জন্য অবশ্য একটা জিনিস থাকতেই হবে৷ সেটি হল বৈধ গুগল আইডি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement