সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোনে কথার বলার থেকে এখন ইন্টারনেটের বিল বেশি হয়৷ স্মার্ট ফোনের স্মার্ট দুনিয়া মানুষ ফোনে কথা বলেই বা কতক্ষণ! বললেও আবার অনেকে অডিও ম্যাসেজ কিংবা ভিডিও চ্যাটেরই সাহায্য নিয়ে থাকেন৷ বাকি সময়টা মগ্ন থাকেন গেম, অ্যাপের জগতে৷ ফলে, বেড়ে চলে মোবাইল বিল৷
শত চেষ্টা করেও কমানো যায় না মোবাইল বিল৷ কারণের থেকে অকারণটাই বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য দায়ী৷ তবে, কয়েকটি খুঁটিনাটি বিষয় মেনে চললেই এড়ানো যাবে এই বাড়তি বিলের বোঝা৷ যেমন –
ফ্যামিলি প্ল্যান শেয়ার – শেয়ার মানেই কেয়ার৷ কথাটা শুনেছেন নিশ্চয়ই৷ এর মধ্যেই লুকিয়ে আছে আপনার মোবাইল বিল কমানোর উপায়৷ নিজের মোবাইল প্ল্যান শেয়ার করুন নিজের পরিবারের সঙ্গে৷ এতে আপনার মাসিক মোবাইল বিলের মোট পরিমাণ অনেকটাই কমে যাবে৷
কর্পোরেট ডিসকাউন্ট – অনেক কোম্পানিতেই মোবাইলের বিলে কিছু কর্পোরেট ডিসকাউন্ট দেওয়া হয়৷ যার ফলে মোবাইলের বিল অত বেশি দিতে হয় না৷
এক্সট্রা সার্ভিস বাতিল – অনেকেই খেয়াল করেন না, কোনও পেজ খুলতে গেলে বা ডাউনলোড করতে গেলে আনুষাঙ্গিক কিছু পেজ খুলে যায়৷ সেগুলোর জন্য আলাদা করে নেট চার্জ নিয়ে নেওয়া হয়৷ এই কারণেই মোবাইল ফোনের ‘ক্যাশ’ গুলি সবসময় পরিষ্কার করে রাখা উচিত৷
নিয়মিত সিস্টেম আপগ্রেড – নিয়মিত সিস্টেম আপগ্রেড করা যে কোনও স্মার্টফোনের ক্ষেত্রে খুবই জরুরি৷ ‘আপগ্রেডেড সিস্টেম’-এ ডাউনলোড বা নেট সার্ফিং অনেক তাড়াতাড়ি করা যায়৷ তাই নেট কম সময় অন রাখতে হয় এবং বিলও কম আসে৷
‘কলড্রপ’-এর অভিযোগ – ‘কলড্রপ’- এই কথাটি ইদানিং অনেকেই শুনেছেন৷ কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ‘কলড্রপ’-এর চার্জ উপভোক্তাকেই দিতে হবে৷ তাই অকারণ ‘কলড্রপ’-এর শিকার হলেই কাস্টমার কেয়ারে অভিযোগ জানাতে ভুলবেন না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.