Advertisement
Advertisement

Breaking News

ছবি তোলা হবি? সঙ্গী হোক সাতটি উপযোগী ক্যামেরা অ্যাপ

ছবি তোলা আপনার প্যাশন, তবে সবযময় তো লক্ষাধিক টাকা দামি ডিজিটাল ক্যামেরা কেনা সম্ভব হয়নি৷ তাহলে, কী করবেন? সঙ্গে রাখুন কয়েকটি স্মার্ট ক্যামেরা অ্যাপ৷

12 best camera apps for Android smartphone
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2016 6:13 pm
  • Updated:March 1, 2019 5:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় আপনার অনায়াস যাতায়াত আছে? নিয়মিত ছবি আপলড করেন? কখনও বেড়ানোর ছবি তো কখনও রেস্তোরাঁয় খাওয়ার ছবি৷ বন্ধুদের সঙ্গে হ্যাঙ্গিং আউটের ছবিও বাদ যায় না৷ কিন্তু যা ছবিই আপ করুন না কেন তাতে যতই লাইক হোক, ছবিটা আবছা দেখাচ্ছে বলে অনবরত কমেন্টও আসতে থাকে৷ প্রেস্টিজ পাংচার হয়ে যায় আপনার৷ ছবি তোলা আপনার প্যাশন, তবে সবযময় তো লক্ষাধিক টাকা দামি ডিজিটাল ক্যামেরা কেনা সম্ভব হয়নি৷ তাহলে, কী করবেন? সঙ্গে রাখুন কয়েকটি স্মার্ট ক্যামেরা অ্যাপ৷ তবে অ্যাপগুলি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই চলবে৷

  • ক্যামেরা এমএক্স— এটি হল অ্যান্ড্রয়েড ফোনে ছবি তোলার জন্য সবচেয়ে উপযোগী ক্যামেরা৷ বিনামূল্যে মেলে এই অ্যাপটি৷ এই অ্যাপটি পেশাদার চিত্রসাংবাদিকদের জন্য কাজে না লাগলেও যাঁরা গুগলপ্লাস এবং ইনস্টাগ্রামে ছবি আপ করেন তাঁদের জন্য এই অ্যাপ খুবই উপকারী৷

 

Advertisement
  • ক্যামেরা জুম এফএক্স— বিনামূল্যে নয় অল্প কিছু টাকার বিনিময় মিলবে এই অ্যাপটি৷ পেশাদারদের জন্য খুবই উপযোগী এই অ্যাপটি৷ এটি মিলবে বিভিন্ন ধরনের অত্যাধুনিক ফিল্টার্স এবং এফেক্টস৷ চাইলে নিজের মতোও ফিল্টার এফেক্টস বানিয়ে নিতে পারেন অথবা আগে থাকতে সেট করে রাখা এফেক্টসও ব্যবহার করতে পারেন৷

 

Advertisement
  • ক্যামেরা৩৬০আল্টিমেট— যদি আপনি পেশাদার চিত্র-সাংবাদিকদের মতো ছবি নাও তুলতে পারেন নিতান্ত আনাড়ি হলেও অসুবিধে নেই৷ ক্যামেরা৩৬০আল্টিমেট অ্যাপ সঙ্গে থাকলে আপনি অনায়াসে ছবি তুলতে পারেন৷ এতেও আছে বিভিন্ন ধরনের ফিল্টার এবং এফেক্টস৷ বিনামূল্যেই মিলবে এই অ্যাপটি৷

 

  • সাইমেরা—বিনামূল্যের এই অ্যাপটি সঙ্গে থাকলে আপনাকে আর পায় কে! তখন পেশাদার চিত্রসাংবাদিকদের মতো আপনার তোলা ছবি দেখেও সকলে প্রশংসা করবে৷ ইতিমধ্যেই এক কোটি লোক ডাউনলোড করেছে অ্যাপটি৷ এই অ্যাপের সাহায্যে ছবি তুললে মনে হবে যেন কোন ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা হয়েছে৷ এতটাই ঝকঝকে হয় ছবি৷ বিশেষ করে ক্লোজআপ শটের জন্য খুবই কার্যকরী সাইমেরা অ্যাপটি৷ এতেও আছে অত্যাধুনিক ফিল্টার এবং এফেক্টস৷

camerapp2

  • ডিএসআলআর ক্যামেরা প্রো— অল্প কিছু টাকার বিনিময় ডাউনলোড করতে পারেন এই অ্যাপটি৷ এই অ্যাপের সাহায্যে তোলা ছবি দেখে মনে হবে যেন আসল কোন ডিএসএলআর ক্যামেরায় তোলা হয়েছে৷ আসল ক্যামেরার মতো এখানেও মিলবে আইএসও, এক্সপোজার কম্পেনসেশন, হোয়াইট ব্যালান্স এবং গ্রিডের সুবিধা৷ এছাড়াও পাবেন কালার এফেক্টস এবং জিওট্যাগিঁয়ের সুবিধাও৷

 

  • জিফ ক্যামেরা— আপনি যদি নিজের ছবি দিয়ে জিফ অ্যানিমেশন বানাতে চান তবে হাতে রাখুন এই অ্যাপটি৷ ছবি বাছার পর এই অ্যাপের সাহায্যে আপনি খুব সহজে জিফ অ্যানিমেশন বানিয়ে নিন৷ চাইলে ফ্রেম রেটও ইচ্ছেমতো ঠিক করতে পারবেন৷

 

  • ক্যামেরা ফান প্রো— অল্প টাকা দিয়ে কিনতে পারেন এই অ্যাপটি৷ এই অ্যাপের আর্টিস্টিক ফিল্টারের সাহায্যে দিয়ে অনায়াসে নিজের মুখের মজাদার ছবি বানাতে পারবেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ