Advertisement
Advertisement

জন্মদিনে জেনে নিন Pornhub সম্পর্কে ১০টি অজানা তথ্য

৯ নম্বর পয়েন্টটা কোনওমতেই মিস করবেন না যেন!

10 unknown facts about porn website Pornhub
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2017 3:59 pm
  • Updated:July 14, 2018 5:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৭-এ প্রাপ্তবয়স্কদের জন্য অ্যাডাল্ট কন্টেন্টে ঠাসা ওয়েবসাইট Pornhub আত্মপ্রকাশ করে৷ সেই থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্ন ওয়েবসাইট হিসাবে প্রাপ্তবয়স্কদের মনে জায়গা করে নিয়েছে পর্নহাব৷ অনেকে ঠাট্টা করে বলেন, পর্নহাবে সময় ‘নষ্ট’ না করে অন্যান্য কাজে বা বাস্তবে প্রেমের প্রতি মনোনিবেশ করলে আজ এই দুনিয়াটা অন্যরকম হত৷

কিন্তু সমস্ত হাসি-ঠাট্টা দূরে সরিয়ে রেখে স্রেফ বাণিজ্যের নিরিখে দেখলে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ দেখেন এমন পর্ন ওয়েবসাইট হল পর্নহাব৷ ২০১৪-তে প্রকাশিত এক রিপোর্ট মোতাবেক এই সংস্থার বার্ষিক লাভ ১১০ মিলিয়ন ডলার৷ সম্পূর্ণ ওয়েবসাইটটির আনুমানিক মূল্য ১ বিলিয়ন মার্কিন ডলার৷ দশ বছরের জন্মদিনে জনপ্রিয় এই অ্যাডাল্ট ওয়েবসাইট সম্পর্কে ১০টি অজানা অথচ মজাদার তথ্য জেনে নিন-

Advertisement

১. ২০১৫-য় পর্নহাব ঘোষণা করে, তারা মহাকাশে একটি পর্ন ফিল্মের শুটিং করবে৷ রিয়েল লাইফ সেক্স ভিডিওটির নাম দেওয়া হবে- Sexplorations৷ ২০১৬-তে প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়ে গিয়েছে৷ এর জন্য খরচ হবে ৩.৪ মিলিয়ন মার্কিন ডলার৷ ইভা লোভিয়া ও জনি সিনকে মহাকাশে শুটিংয়ের জন্য পাঠানোর আগে ছ’মাসের প্রশিক্ষণ দেওয়া হয়৷

২. একটানা ১৭৩ বছর ধরে পর্ন দেখলেও এই ওয়েবসাইটের সব ভিডিও দেখে শেষ করতে পারবেন না৷ ২০০৭-এ এই ওয়েবসাইটে মাত্র ১৩৪ ঘন্টার অ্যাডাল্ট কন্টেন্ট থাকলেও শুধুমাত্র ২০১৬-তেই ৪,৭৬,২৯১ ঘন্টার ভিডিও আপলোড করা হয়েছে৷

৩. একমাত্র পর্নহাবই ৩৬০ ডিগ্রির পর্ন ভিডিও দেখার সুযোগ দেয় তার প্রিমিয়াম গ্রাহকদের৷ প্লেস্টেশন ভিআর-এ মেলে এই সুবিধা৷

৪. চিনে ‘গ্রেট ফায়ারওয়াল’-এর সাহায্যে এই ওয়েবসাইটটি ২০১৩-র সেপ্টেম্বর থেকে নিষিদ্ধ৷ ২০১৪ থেকে রাশিয়াতেও এই ওয়েবসাইটটি ব্লক করে দেওয়া হয়৷ কারণ, একটি পর্ন ভিডিও-য় নাকি এক রুশ নাবালিকাকে অভিনয় করতে দেখা গিয়েছিল৷

৫. ২০০৭-এ লঞ্চের সময় প্রতিদিন ৫ মিলিয়ন মানুষ পর্নহাব ওয়েবসাইটটি ভিজিট করতেন৷ ২০১৫-তে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৫০ মিলিয়ন৷ বর্তমানে প্রতিদিন ৭৫ মিলিয়ন মানুষ ওয়েবসাইটটি ভিজিট করেন৷

৬. নানা জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত এই সংস্থা৷ ২০১৪-তে সংস্থাটি জানায়, তাদের একটি ভিডিও ১০০ জন ক্লিক করে দেখলে বিনিময়ে তারা একটি করে গাছ পুঁতবে৷ সেবছর বৃক্ষরোপণ দিবসে সংস্থাটি ১৫, ৪৭৩টি গাছ পুঁতেছিল৷ এছাড়াও পড়ুয়াদের জন্য ২৫ হাজার মার্কিন ডলারের স্কলারশিপও দেয় পর্নহাব৷ স্কুলে সেক্স এডুকেশনের জন্য মোটা অঙ্কের মার্কিন ডলার খরচ করে সংস্থাটি৷ আন্তর্জাতিক তিমি দিবসে ২৮, ৮২৫ মার্কিন ডলার দান করে পর্নহাব (প্রতি ২০০০ ভিডিও দেখার জন্য এক সেন্ট)৷

৭. বর্তমানে পর্নহাবে নথিভুক্ত সদস্যের সংখ্যা ২,২৪,২৪,১৩৮৷ তাহলেই ভাবুন, নাম নথিভুক্ত করেননি এমন দর্শকের সংখ্যা কত হতে পারে? তথ্য বলছে, ৬৮,৯৫,০৪৫ কমেন্ট ও ৪৮,৮৬,০১,৩৬৯ রেটিং পেয়েছে এই ওয়েবসাইট৷

৮. প্রতিদিন এক একজন দর্শক গড়ে  ৯ মিনিট ৪৬ সেকেন্ড কাটান এই ওয়েবসাইটে৷ তবে ২০১৪-র তুলনায় সংখ্যাটা কমেছে৷ সেবছর এক একজন দর্শক ১৪ মিনিট করে সময় কাটাতেন এই ওয়েবসাইটে৷

৯. গত ১০ বছর ধরে Milfs, Amateur, Teen ও Mature সেকশনের পর্নের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়েছেন দর্শকরা৷ এই ওয়েবসাইটের জনপ্রিয়তম অ্যাডাল্ট অভিনেত্রী লিসা অ্যান৷

১০. ২০১৬-র পয়লা এপ্রিল, ‘এপ্রিল ফুল’ উপলক্ষ্যে এই ওয়েবসাইটের হোমপেজের নাম বদলে রাখা হয় Cornhub৷

এ তো গেল ১০টি মজাদার তথ্য৷ পাশাপাশি জেনে রাখুন ইংরেজি ছাড়াও আরও এক ডজন ভাষায় এই ওয়েবসাইটে পরিষেবা মেলে৷ সংস্থার সদর দপ্তর কানাডায়৷ ভাইস প্রেসিডেন্টের নাম কোরি প্রাইস৷ ওয়েবসাইটটির অ্যালেক্সা র‍্যাঙ্কিং ৪০৷

Pornhub-এর দশ বছরের জন্মদিন উপলক্ষ্যে দেখুন এই দুষ্টুমি ভরা ভিডিওটি-

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement