Advertisement
Advertisement

একধাক্কায় যে ১০টি জনপ্রিয় স্মার্টফোনের দাম কমল

একের পর এক স্মার্টফোনের দাম কমছে৷

10 popular Android phones that got price cuts recently
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 11, 2016 8:17 pm
  • Updated:February 28, 2019 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে বহু নামজাদা সংস্থা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজার ধরতে নেমে পড়ায়, কোনও একটি মডেলের জন্য দাম ধরে রাখা প্রস্তুতকারক সংস্থার পক্ষে বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে৷ একের পর এক স্মার্টফোনের দাম কমছে৷ এই প্রতিবেদনে এমন ১০টি স্মার্টফোনের তালিকা তুলে ধরা হল যাদের দাম একধাক্কায় কমে গিয়েছে৷

১. Moto X Play: ২১ এমপি ক্যামেরা, ৫.৫ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন ও ২ জিবি র‍্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের এই মডেলটির দাম এখন ১৬,৪৯৯ টাকা৷

Advertisement

moto_web

২. Lenovo Vibe S1: এই মডেলটি যখন বাজারে আসে, দাম ছিল ১৫,৯৯৯ টাকা৷ এখন অ্যামাজন ইন্ডিয়া ওয়েবসাইটে ১২,৯৯৯ টাকায় মিলছে ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের মডেলটি৷

৩. Moto X Force: একধাক্কায় প্রায় ১৫ হাজার টাকা দাম কমে ৩২ জিবির মডেলটির দাম ৩৪,৯৯৯ টাকা৷

৪. Asus Zenfone Max: ৫০০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ আসুস জেনফোন ম্যাক্স মডেলটি এখন বিক্রি হচ্ছে ৮,৯৯৯ টাকায়৷

asus_web

৫. OnePlus 2: ১৬ জিবির মডেলটি মিলছে ২০,৯৯৯ টাকায়৷

৬. LG G4: এলজি-র ফ্ল্যাগশিপ জি ৪ মডেলটি এখন মিলছে ৩৪,৯৯৯ টাকায়৷

lg_web

৭. Samsung Galaxy S6: ৪৯ হাজার টাকা থেকে কমে এখন স্যামসং গ্যালাক্সি এস ৬ কিনতে পাওয়া যাচ্ছে ৩৬ হাজার টাকায়৷

৮. Samsung Galaxy S6 Edge: ৫৮,৯০০ টাকা কমে এখন এই স্মার্টফোনের বাজারদর ৪০ হাজার টাকা৷

samsung-web

৯. Moto G 3rd gen: ১৬ জিবি মডেলটির দাম এখন ৯,৯৯৯ টাকা৷

১০. Moto G Turbo: এই মডেলটি অনলাইনে বিক্রি হচ্ছে ১১,৪৯৯ টাকায়৷

moto-web

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement