Advertisement
Advertisement

Breaking News

WhatsApp-এ যুক্ত হচ্ছে ১০ নয়া ফিচার

নতুন ও আসন্ন ১০টি হোয়াটসঅ্যাপ ফিচারস নিয়েই আজকের প্রতিবেদন-

10 new and upcoming features of WhatsApp
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2016 6:35 pm
  • Updated:February 28, 2019 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের জনপ্রিয়তম ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp-এ সম্প্রতি একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে, আরও কয়েকটি দ্রুতই হয়ে যাবে৷ নতুন ও আসন্ন ১০টি হোয়াটসঅ্যাপ ফিচারস নিয়েই আজকের প্রতিবেদন-

১. মিউজিক শেয়ারিং: গান শুনতে ও শেয়ার করতে যারা ভালবাসেন, তাদের জন্য এই নতুন ফিচারটি দুর্দান্ত উপযোগী হতে চলেছে৷ সূত্রের খবর, খুব দ্রুতই হোয়াটসঅ্যাপ থেকে যে কোনও মিউজিক ফাইল কাউকে পাঠানো যাবে৷

Advertisement

২. কল ব্যাক: কোনও হোয়াটসঅ্যাপ কল মিস হয়ে গেলে, কল ব্যাক করার নতুন অপশন যুক্ত হয়েছে সম্প্রতি৷ গুগল প্লে-স্টোরে এখনও রিলিজ না করলেও v2.16.189 আপডেটে এই ফিচারের ‘বেটা টেস্টিং’ ভার্সন যুক্ত হয়ে গিয়েছে৷ APKMirror website থেকে এপিকে ফাইল ম্যানুয়ালি ডাউনলোড করা যাচ্ছে৷ Call-back

৩. ভয়েস মেল: আরেকটি ফিচার যেটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজাররাই ব্যবহার করতে পারবেন৷ উপরের পদ্ধতিতেই এপিকে ফাইল ডাউনলোড করে ‘রান’ করতে হবে৷ দ্রুতই যুক্ত হবে প্লে-স্টোরে৷

৪. Quotes: কোনও লম্বা কথোপকথনে ‘রিপ্লাই’ করার সময় নতুন এই অপশনটি ব্যবহার করা যাবে৷ যে কোনও কনভারসেশন খুলে একটি মেসেজ লং প্রেস করে সিলেক্ট করুন, তারপর রিপ্লাই বোতাম টিপুন৷ দেখতে পাবেন, তাঁর মেসেজ ও আপনার মেসেজ একসঙ্গে একটি কনভারসেশনের মতো পৌঁছে যাবে৷

৫. নয়া ফন্ট: এই ফিচারটি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ ইউজাররা ব্যবহার করতে শুরু করেছেন৷ এখন যে কোনও কনভারসেশনে বোল্ড, ইটালিক-এর মতো ফন্টে লেখা যায়৷

whatsapp-new-fonts

৬. এন্ড টু এন্ড এনক্রিপশন: এই ফিচারটি আপনার মেসেজকে সুরক্ষিত, গোপন রাখে৷ যে মেসেজ পাঠাচ্ছে ও যার কাছে মেসেজ যাচ্ছে- এই দুজন ছাড়া অন্য কেউ ওই মেসেজ ‘ডি-কোড’ করে পড়তে পারবেন না৷

whatsapp_encryption

৭. Mention ও group invites: ধরুন কোনও গ্রুপে ৪-৫ জন বন্ধুর মধ্যে কনভারসেশন চলছে৷ গ্রুপ চ্যাটে কাউকে মেনশন করে মেসেজ পাঠানো যাবে৷ অনেকটা ফেসবুক মেনশন অপশনের মতো এই সুবিধা দ্রুতই যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে৷

৮. GIF সাপোর্ট: আইওএস প্ল্যাটফর্মে দ্রুতই এই নতুন ফিচারটি যুক্ত হতে চলেছে৷

৯. আরও বড় ইমোজি: কথাবার্তাকে আরও মজাদার করে তুলতে চ্যাটবক্সে আরও বড়, আরও আকর্ষণীয় ইমোজি যুক্ত হতে চলেছে৷ হোয়াটসঅ্যাপ একটি ব্লগে এই খবর জানিয়েছে৷

WhatsApp Update

১০. ভিডিও কলিং: মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপেও করা যাবে ভিডিও কল৷ v2.16.80 অ্যান্ড্রয়েড আপডেটে বেটা টেস্টিং প্রোগ্রাম চলছে৷

whatsapp-calling

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement