সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্ন। সত্যি-মিথ্যের সীমানা পেরিয়ে পৌঁছে যায় সেই ঠিকানায়, যেখানে কোনও বাধা নেই, নেই কোনও বাধ্য-বাধকতা। অবচেতন মনের এই ঠিকানায় সকলের অবাধ প্রবেশ। কারণ সেখানে ছেঁড়া কাঁথায় শুয়েও লাখ টাকার মায়া বোনা যায়।
যেদিন থেকেই মানুষের অস্তিত্ব, সেদিন থেকেই স্বপ্নের বিচরণ তাঁর অবচেতন মনে। কিন্তু জানেন কী-
১) শিশুরা ৩-৪ বছর বয়সের আগে নিজেদের সম্পর্কে স্বপ্ন দেখে না।
২) একজন সুস্থ-স্বাভাবিক মানুষ নিজের জীবনের ৬ বছর স্বপ্ন দেখেই কাটিয়ে দেয়।
৩) ঘুম থেকে ওঠার প্রথম এক মিনিটেই ৯০ শতাংশ স্বপ্ন ভুলে যায় মানুষ।
৪) কিছু কিছু ক্ষেত্রে মানুষ স্বপ্নের মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আগেই দেখতে পেয়ে যায়।
৫) এক রাতেই আমরা সাতটি আলাদা স্বপ্ন দেখে ফেলতে পারি।
৬) শুধু মানুষ নয়, স্বপ্ন পশু-পাখিরাও দেখে। এমনকী, যাঁরা চোখে দেখতে পান না স্বপ্ন তাঁরাও দেখেন।
উপোস করলে সেক্স লাইফ জাস্ট ওয়াও!
৭) প্রথমবার স্বপ্নের অর্থ নিয়ে অভিধান তৈরি করেছিল মিশরের বাসিন্দারা। তাও ৪০০০ খ্রিষ্টপূর্বে।
৮) আপনি যখন স্বপ্ন দেখেন, আপনার সম্পূর্ণ শরীর অসাড় হয়ে যায়।
৯) স্বপ্নে আমরা শুধু সেই মানুষদেরই দেখতে পাই যাঁদের আমরা আগে থেকে চিনি।
১০) মানুষ যখন নাক ডাকে তখন সে স্বপ্ন দেখে না।
মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন তাঁর মস্তিষ্ক অনেক বেশি সক্রিয় এবং শক্তিশালী হয়। এই কারণেই স্বপ্নের জোর অনেক বেশি। তাই স্বপ্ন দেখতে থাকুন। আজ নয়তো কাল সত্যি হবেই!
জানেন, কেমন দেখতে হবে বাজাজ Pulsar-এর নয়া মডেল?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.