Advertisement
Advertisement

পোস্টার ছেড়ে আলিঙ্গন এবার বাস্তবে, অভিনব প্রচারে শামিল কংগ্রেস কর্মীরা

আলিঙ্গনের অস্ত্রেই ঘায়েল হবে বিজেপি!

Treading Rahul Gandhi’s path Congress workers offer free hug
Published by: Saroj Darbar
  • Posted:July 25, 2018 2:39 pm
  • Updated:July 25, 2018 2:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি আলিঙ্গনের মুহূর্ত থেকে কিছুতেই বেরতে নারাজ কংগ্রেস কর্মীরা৷ সংসদে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে ভালবাসা-সহিষ্ণুতার বার্তা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ যা নিয়ে দেশের রাজনৈতিক মহলে জোর চর্চা৷ সেই আলিঙ্গনকে ভরসা করেই প্রচারের ময়দানে নামলেন কংগ্রেস কর্মীরা৷ দিল্লির কনৌট প্লেসে আয়োজন করা হল আলিঙ্গন ক্যাম্পেনের৷ যেখানে সকলে সকলকে জড়িয়ে ধরেই সভাপতির বার্তা ছড়িয়ে দিলেন কর্মীরা৷

[  পতিদার আন্দোলনে হিংসার জেরে দু’বছরের কারাদণ্ড হার্দিকের ]

Advertisement

সংসদের বাইরে বেরিয়ে এল আলিঙ্গন৷ সংসদকে যা ভাসিয়ে দিয়েছিল, এবার সেই আলিঙ্গন বৈতরণি সম্বল করেই বিজেপির বিদ্বেষকে ভাসিয়ে দেওয়ার পথ ধরেছেন কংগ্রেস কর্মীরা৷ জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করার পরিকল্পনা রাহুল বেশ কয়েকমাস আগেই করে রেখেছিলেন৷ শুধু একটা মুহূর্তের অপেক্ষায় ছিলেন৷ এর আগে গান্ধী পরিবার সম্পর্কে নেতিবাচক কথা বলেছিলেন নরেন্দ্র মোদি৷ সংসদে দাঁড়িয়েই তার উত্তর দেওয়ার পরিকল্পনা করে রেখেছিলেন রাহুল৷ তবে কথায় নয়, কাজে৷ সেদিন অনাস্থা আলোচনায় সরকারের সমালোচনা করেন চড়া সুরে৷ কিন্তু তার মানেই যে মোদির প্রতি তিনি মনে বিদ্বেষ পোষণ করছেন তা নয়৷ তার মানেই যে মোদির পরিবারকে তিনি ঘৃণা করছেন তাও নয়৷ বোঝাতে রাহুল উঠে যান মোদির কাছে৷ তাঁকে উঠে দাঁড়াতে অনুরোধ করেন৷ ভ্যাবাচ্যাকা প্রধানমন্ত্রী বসেই থাকেন৷ তখন ঝুঁকে রাহুল তাঁকে আলিঙ্গন করেন৷ ওই এক মুহূর্তেই আস্থা-অনাস্থা পিছনে ফেলে সনাতন ভারতের সহাবস্থানের রূপটি তুলে ধরে দেশবাসীর নজর কেড়ে নেন রাহুল৷

সেই আলিঙ্গনের মুহূর্তটিকেই প্রচারের হাতিয়ার করে তুলেছেন কংগ্রেস কর্মীরা৷ এর আগে মুম্বইয়ে আন্ধেরির বিভিন্ন অঞ্চলে ঘটনার ছবি ও বার্তা দেওয়া পোস্টার টাঙিয়ে প্রচার করা হয়েছিল৷ এবার রাজধানীতে হল প্রচার৷ কনৌট প্লেসে কংগ্রেস কর্মীরা জমায়েত হয়ে প্রচার শুরু করেন৷ এক অপরকে আলিঙ্গন করার পাশাপাশি তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড৷ সেখানে আলিঙ্গন ও ভালবাসার কথা লেখা৷ মনের ঘৃণা দূর করে হাতে হাত মিলিয়ে থাকাই যে কংগ্রেসের বার্তা, এদিন সে কথাই তুলে ধরেন রাহুলের সৈনিকরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement