Advertisement
Advertisement

Breaking News

Nabanna

বুদ্ধবাবুর আশ্বাসের পর ১১ বছর পার, চাকরি না মেলায় নবান্নের সামনে আত্মহত্যার চেষ্টা যুবকের

সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেও চাকরি পাননি মূক ও বধির যুবক।

Youth tried to set him on fire in Front of Nabanna | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:February 15, 2023 6:52 pm
  • Updated:February 15, 2023 7:13 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: কেউ কথা রাখেনি! খেলাধুলোয় দক্ষতা দেখে সরকারি চাকরির আশ্বাস দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তারপর রাজ্য়ে রাজনৈতিক পালাবদল হয়েছে। কেটে গিয়েছে এক দশকের বেশি সময়। তারপরেও মেলেনি চাকরি। এবার সেই চাকরির দাবিতে নবান্নের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক মূক ও বধির যুবক। নবান্নর সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের তৎপরতায় ওই যুবককে তড়িঘড়ি হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক চিকিৎসার পর রাজীব মজুমদার (৩৪) নামে মূক ও বধির ওই যুবককে শিবপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালান পুলিশ আধিকারিকরা। থানায় নিয়ে গিয়ে পুলিশ জানতে পারে, রাজীব উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রবীন্দ্রপল্লির বাসিন্দা। কিন্তু বর্তমানে তিনি তাঁর মায়ের সঙ্গে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি ভাড়া বাড়িতে থাকেন।

Advertisement

[আরও পড়ুন: টানাপোড়েন শেষ, রাজ্যপালের সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দিল নবান্ন]

ওই যুবক পুলিশকে কাগজে লিখে জানান, বুধবার দুপুরে তিনি চাকরির দাবিতে নবান্নে মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু নবান্নে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা তাঁকে ঢুকতে বাধা দেওয়ায় তিনি গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। হঠাৎ নবান্নর কড়া নিরাপত্তা বেষ্টনী ভেঙে কেন ওই যুবক গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন তা খতিয়ে দেখছেন শিবপুর থানার তদন্তকারীরা।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই যুবকের দাবি, তিনি খেলাধূলো করতেন। ভালো ফল করায় বামফ্রন্টের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁকে পুরষ্কৃত করেছিলেন। চাকরির আশ্বাসও দিয়েছিলেন কিন্তু তার পর সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেও চাকরি মেলেনি। তাই এদিন আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। ওই যুবককে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য বুধবার রাতে শিবপুর থানা যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে।

[আরও পড়ুন: এবার লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় ষাটোর্ধ্ব মহিলারাও, মাসে পাবেন ১ হাজার টাকা, রাজ্য বাজেটে বড় ঘোষণা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement