স্টাফ রিপোর্টার: এনআরএসকাণ্ডের ছায়া এবার মানিকতলার জে বি রায় আয়ুর্বেদিক কলেজে। মোবাইল চোর সন্দেহে এক যুবক ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করলেন ডাক্তারির ছাত্রেরা। পুলিশের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন আক্রান্ত যুবক। হাসপাতালে ভরতি তিনি। ঘটনার তদন্তে উলটোডাঙা থানার পুলিশ। এদিকে এই ঘটনায় ফের ডাক্তারি ছাত্রদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
[পঞ্চায়েত এলাকার উন্নয়নে বিশেষ নজর, মন্ত্রীগোষ্ঠী তৈরির সিদ্ধান্ত মমতার]
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। দীর্ঘদিন ধরেই জে বি রায় আর্য়ুবেদিক কলেজ চত্বর থেকে পড়ুয়াদের মোবাইল চুরি হয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। এদিন সকালে কলেজ চত্বরে এক সন্দেহভাজন এক যুবককে ঘোরাফেরা করতে দেখেন পড়ুয়ারা। তাঁকে পাকড়াও করে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু, পড়ুয়াদের প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি ওই যুবক। ল্যাম্পপোস্টে বেঁধে জে বি রায় আর্য়ুবেদিক কলেজে পড়ুয়ারা তাঁকে বেধড়ক মারধর করতে শুরু করেন বলে অভিযোগ। ওই যুবককে বাঁচানো তো দূর অস্ত, অনেকেই মোবাইলে গণপিটুনির ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন। শেষপর্যন্ত, কলেজে গিয়ে আক্রান্ত যুবককে উদ্ধার করে উলটোডাঙা থানার পুলিশ। এখন হাসপাতালে ভরতি তিনি। শুরু হয়েছে তদন্ত। আক্রান্ত যুবককে তো বটেই, জেবি রায় আর্য়ুবেদিক কলেজে পড়ুয়াদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে।
বছর চারেক ডাক্তারি পড়ুয়াদের গণপিটুনিতে কুরবান শেখ নামে এক যুবকের মারা গিয়েছিলেন এনআরএস হাসপাতালে। তাঁকেও মোবাইল চোর সন্দেহে কলেজের হস্টেলে বেধড়ক মারধর করেছিলেন ডাক্তারির পড়ুয়ারা। ঘটনায় বারোজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। দায়ের করা হয়েছিল খুনের মামলা। জেবি রায় আর্য়ুবেদিক কলেজে গণপ্রহারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দাবি উঠেছে।
[ সদ্যোজাত শিশুপুত্রকে খুন, প্লাস্টিকে মুড়ে মৃতদেহ লুকিয়ে রাখল মা!]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.