Advertisement
Advertisement
Phoolbagan Accident

নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, ফুলবাগানে গতির বলি যুবক

রবিবার মা উড়ালপুলে দুর্ঘটনায় প্রাণ হারান ২ জন।

Phoolbagan Accident: Youth killed in a road accident in Kolkata

প্রতীকী ছবি।

Published by: Sayani Sen
  • Posted:December 23, 2024 10:59 am
  • Updated:December 23, 2024 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাকভোরে ফের দুর্ঘটনা। প্রাণ গেল যুবকের। ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে যান যুবক। ফুলবাগান থানা লাগোয়া এলাকার ঘটনায় মৃত যুবকের পরিচয় জানার চেষ্টায় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের মাথায় ছিল না হেলমেটও। রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানান, মৃত্যু হয়েছে যুবকের। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ খোঁজখবর শুরু করেছে। দুর্ঘটনাটি ভোররাতে হওয়ায় প্রত্যক্ষদর্শী সেভাবে ছিল না। তাই কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ওই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

এর আগে রবিবার সকালে মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফ্লাইওভার থেকে নিচে পড়ে প্রাণ হারান দুই বাইক আরোহী। মৃত দুই যুবকের নাম দানিস আলম এবং অনিশ রানা। প্রথম জনের বয়স ১৮ বছর। দ্বিতীয় জনের বয়স ১৯ বছর। দুজনেই বউবাজার এলাকার বাসিন্দা। রবিবার সকালে দাদার বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন দানিস। সঙ্গে ছিলেন অনিশ। জানা গিয়েছে, বাইক চালকের মাথায় হেলমেট থাকলেও আরোহীর মাথা ফাঁকাই ছিল। ফ্লাইওভার থেকে নিচে পড়ামাত্রই মৃত্যু হয় দুজনের। বাইকটি নিচে পড়ার সঙ্গে সঙ্গে কর্তব্যরত তিলজলা ও প্রগতি ময়দান থানার পুলিশ কর্মীরা ছুটে আসেন। দুর্ঘটনাগ্রস্ত দুজনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, বেপরোয়া গতিতে চলছিল বাইকটি। নিয়ন্ত্রণ হারিয়ে এহেন মর্মান্তিক পরিণতি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বেপরোয়া গতির বলি ফুলবাগানের যুবক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement