খুন না আত্মহত্যা, গার্ডের গাফিলতির কারণে নিশ্চিত হতে পারছে না পুলিশ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনের কামরা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার নিয়ে ছড়াল চাঞ্চল্য বারাসত স্টেশনে। শনিবার সকালে আপ শিয়ালদহ-দত্তপুকুর লোকালের কামরায় ঝুলন্ত অবস্থায় দেহটি দেখতে পান এক যাত্রী। ট্রেনের গার্ডকে খবর দেওয়া হয়। তবে রেল পুলিশকে খবর না দিয়ে ওই ট্রেনের গার্ড বারাসত স্টেশনের প্ল্যাটফর্মে দেহটি ফেলে দিয়ে যান বলে অভিযোগ।
দেহটি কামরায় কী অবস্থায় ছিল, তা দেখতে না পাওয়ার কারণে তদন্ত বিঘ্নিত হয়েছে বলে দাবি রেল পুলিশের। তার জেরে মৃত্যুর পিছনের রহস্য এখনও অধরা। মৃতের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। তবে ওই ট্রেনের গার্ডের গাফিলতির কারণে এটি খুন না আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না পুলিশ।
শিয়ালদহ থেকে ভোর পাঁচটা বেজে দুই মিনিটে দত্তপুকুরের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। শেষের কামরায় দেহটি ছিল। বারাসত জিআরপি সূত্রে খবর, বিশরপাড়া থেকে এক মহিলা যাত্রী ওই কামরায় ওঠেন। দেহটি দেখতে পেয়েই ট্রেনের গার্ডকে বিষয়টি জানান তিনি। এরপর গার্ড-সহ অন্য যাত্রীরা দেহটি নামিয়ে বারাসত স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে দিয়ে যান। বারাসত স্টেশনে মাস্টার রেল পুলিশকে খবর দিলে তারা এসে দেহটি উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। জিআরপি সূত্রে খবর, রেলের নিয়ম অনুযায়ী এ ধরনের ঘটনায় দেহ নামানোর আগে জিআরপিকে মেমো দেওয়ার কথা গার্ডের। অথচ এদিন কর্তব্যরত গার্ড রেল পুলিশকে কিছুই না জানিয়ে দেহটি ফেলে রেখে ট্রেন নিয়ে চলে যান।
পুলিশ জানতে পেরেছে ট্রেনের বাংকের সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল দেহটি। তাঁর গলায় ফাঁসের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু এটি খুন না আত্মহত্যা সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই বোঝা যাচ্ছে না। উপরন্তু ওই ব্যক্তির পরিচয়ও জানা যায়নি। রেল পুলিশের বক্তব্য, ওই ট্রেনের গার্ডের গাফিলতির কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ওই ট্রেনের গার্ডকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরার পরেই রহস্যের উদঘাটন হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.