ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের সকালে টালা পার্ক এলাকার নর্দমা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷
বড়দিনে সেজে উঠেছে তিলোত্তমা৷ উৎসবে গা ভাসিয়েছেন কলকাতাবাসী৷ ছুটির দিনে সকাল থেকেই ভিড় জমেছে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, পার্ক স্ট্রিট ক্যাথিড্রাল চত্বরে৷ কিন্তু তারই মধ্যে টালা পার্কের কাছে একটি নর্দমা থেকে যুবকের দেহ উদ্ধার হল৷ মৃতদেহর পাশেই পড়েছিল একটি রক্তমাখা ইট৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মদের বোতলও৷ দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে বলে জানা গিয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হোমিসাইড শাখার পুলিশ৷ সঙ্গে আনা হয় পুলিশ কুকুরও৷ প্রথমে দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে৷ তারপর শুরু হয় তল্লাশি৷
জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ আকবর৷ ওই এলাকারই বাসিন্দা তিনি৷ বাড়ির কাছেই এক নর্দমা থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে৷ সূত্রের খবর, বড়দিনের আগের দিন অর্থাৎ সোমবার রাতে বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন ৩৫ বছরের আকবর৷ পুলিশের প্রাথমিক অনুমান, সেখানেই বচসার জেরে তাঁকে খুন করা হয় তাঁকে৷ তবে এই খুন পূর্ব পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ইট, মদের বোতল, গ্লাস ফরেনসিট পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে ঠিক কীভাবে খুন করা হয়েছে তাঁকে৷ ইতিমধ্যেই কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ৷ গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ উৎসবের দিনে ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ মৃতের পরিবার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.