Advertisement
Advertisement
Kolkata Accident

বড়দিনে শিকেয় ট্রাফিক আইন! বেপরোয়া গতির বলি হেলমেটহীন বাইক আরোহী

আইন ভেঙে গ্রেপ্তার অন্তত ৩০০

Youth died in accident at Christmas night in Kolkata | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:December 26, 2023 2:31 pm
  • Updated:December 26, 2023 3:44 pm

নিরুফা খাতুন: বড়দিনে ফূর্তির প্রাণ গড়ের মাঠ! আর তার জেরেই শিকেয় উঠল আইনকানুন। পুলিশি নজরদারি সত্ত্বেও বিনা হেলমেটে বাইক চালিয়ে প্রাণ গেল যুবকের। রাতের শহরে ডোরিনা ক্রসিংয়ের রেলিংয়ে ধাক্কা মেরে মৃত্যু হয় হাওড়ার যুবকের। শুধু তাই নয়, বিনা হেলমেটে বাইক চালিয়ে ক্রিসমাসের রাতে পুলিশের খাতায় নাম তুলেছেন প্রায় ২০০ জন। হেলমেটবিহীন যাত্রী-আরোহী, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর মতো ঘটনায় প্রায় সাড়ে পাঁচশোটি মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। গ্রেপ্তার হয়েছে প্রায় তিনশো জন।

লম্বা উইকেন্ডে উৎসবে মেতেছে শহর কলকাতা। সোমবার ছিল বড়দিন। সকাল থেকেই জনজোয়ার শহরের পথে পথে। রাত বাড়তেই বেড়েছে ভিড়। পাল্লা দিয়ে জমেছে আইন ভাঙার খেলা। রাতে শহর কলকাতার ডোরিনা ক্রসিংয়ের গার্ডরেলে ধাক্কা মারেন এক বাইক আরোহী। হাওড়ার বাসিন্দা মৃত যুবকের নাম তপন পাল। জানা গিয়েছে, হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। ধাক্কা মারার পরই ঘটনাস্থলে প্রাণ যায় ওই যুবকের।

Advertisement

[আরও পড়ুন: বান্ধবীকে বড়দিনের সারপ্রাইজেই বিপদ! মুম্বইয়ে ইডির জালে ৯০০ কোটির প্রতারক]

এছাড়াও আইন ভেঙে গ্রেপ্তার হয়েছেন অন্তত ২৮৮ জন। উদ্ধার হয়েছে ৫০.৪ লিটার বেআইনি মদ। ট্রাফিক আইন ভাঙায় ৫৩২ জনকে জনকে শাস্তির মুখে পড়তে হয়েছে। এদের মধ্যে হেলমেট ছাড়া বাইক চালিয়ে ও চড়ে জরিমানা গুনেছেন ২৯১ জন। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে শাস্তির কোপে ১০৮ জন। মদ্যপান করে গাড়ি চালিয়ে পুলিশের খাতায় নাম তুলেছেন ১০৩ জন। এছাড়াও অন্যান্য অপরাধে ৩০ জনকে জরিমানা করা হয়েছে।  

[আরও পড়ুন: মরুরাজ্যে কুনোর পথভ্রষ্ট চিতা! ঘুম পাড়িয়ে ফেরাল বনদপ্তর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement