Advertisement
Advertisement

Breaking News

Lynching

‘চোর’ সন্দেহে খাস কলকাতায় গণপিটুনিতে মৃত্যু যুবকের! উত্তপ্ত মুচিপাড়ার হস্টেল

এই ঘটনায় হস্টেলের ২০ আবাসিককে আটক করেছে পুলিশ। মোবাইল চুরি সন্দেহে তাঁকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ।

Youth died allegedly after lynching over 'thief' rumour in Kolkata

প্রতীকী ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:June 28, 2024 6:11 pm
  • Updated:June 29, 2024 1:44 pm  

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: খাস কলকাতায় ‘চোর’ সন্দেহে গণপিটুনি। প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মুচিপাড়া থানা এলাকার নির্মলচন্দ্র সেন স্ট্রিটের একটি হস্টেলে। পুলিশ খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হস্টেলে কয়েকদিন ধরে মোবাইল চুরি হচ্ছিল। সন্দেহ গিয়ে পড়ে এই যুবকের উপর। শুক্রবার তাঁকে হস্টেলের (Hostel) আশেপাশে দেখার পর আবাসিকদের একাংশ ধরে বেধড়ক মারধর (Lynching) করে বলে অভিযোগ। তাতে অচৈতন্য় হয়ে পড়ে ওই যুবক। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে বলে খবর।

মুচিপাড়ার নির্মলচন্দ্র সেন স্ট্রিটের ‘উদয়ন’ হস্টেল। এখানে মূলত তফসিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের (SC-ST)ছাত্ররা থাকেন।  কেউ কলেজ, কেউ বিশ্ববিদ্যালয়, কেউ আবার চাকরির পরীক্ষার  প্রস্তুতির জন্য এখানে রয়েছেন। হস্টেল সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে তাঁদের এখানে মোবাইল (Mobile) ফোন চুরি হচ্ছিল। সন্দেহ গিয়ে পড়েছিল মহম্মদ ইরশাদ নামে বছর ৪৭-এর এক ব্যক্তির উপর। শুক্রবার তাঁকে হস্টেলের আশেপাশে দেখে ধরে ফেলেন আবাসিকরা। তার পর গণপিটুনি চলে বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: শেষ ভিসার মেয়াদ, রাজ্যে রমরমিয়ে ব্যবসা বাংলাদেশির, ইডিকে তদন্তভার হাই কোর্টের]

পুলিশ জানিয়েছে, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ মুচিপাড়া (Muchipara) থানায় ফোন আসে। বলা হয়, উদয়ন হস্টেলে একজনকে আটকে রাখা হয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখে, ওই ব্যক্তি অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ (Kolkata Medical College) হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।  পুলিশ সূত্রে খবর, চাঁদনি চকের এক দোকানে মেকানিক হিসেবে কাজ করতেন ইরশাদ। কী কারণে তাঁর উপর ‘চোর’ সন্দেহ হল আবাসিকদের, সে বিষয়ে কোনও তথ্য নেই পুলিশের কাছে। জানা গিয়েছে, হস্টেলের ২০ জন আবাসিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: ‘আমার ব্যাগে বোমা আছে’, কলকাতা বিমানবন্দরে দাবি যাত্রীর, তীব্র আতঙ্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement