গোবিন্দ রায়: সিসিটিভি ফুটেজ ধরে আট মাস বাদে গ্রেপ্তার উত্তর কলকাতার (North Kolkata) জোড়াবাগানের ‘স্টোনম্যান’। কলকাতার আতঙ্ক ‘স্টোনম্যানে’র কায়দায় যুবককে খুনের ঘটনায় ধৃত মূলচক্রী কৃষ্ণ কুমার।বৃহস্পতিবার ঝাড়খণ্ড (Jharkhand) থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
জানা গিয়েছে, গত বছর ২১ জুলাইয়ের ঘটনা। সাত সকালে বি কে পাল অ্যাভিনিউয়ের ফুটপাত থেকে ওমপ্রকাশকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ফুটপাথে ক্যাম্প খাট পেতে ঘুমিয়ে থাকার সময় যুবকের মাথায় ও মুখে ভারী কিছু দিয়ে আঘাত করে পালায় আততায়ীরা। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলেও বাঁচানো যায়নি। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে ‘স্টোনম্যান’ (Stoneman) কায়দায় মাথা থেঁতলে ওই যুবককে খুন করা হয়। প্রায় এক বছর আগের এই ঘটনা উসকে দিয়েছিল স্টোনম্যানকাণ্ডের স্মৃতি।
ফুটপাতে যেখানে ওই যুবক পড়ে ছিলেন, সেখানেই ফুটপাতে মায়ের সঙ্গে তিনি একটি ভাতের হোটেল চালাতেন বলে জানতে পারে পুলিশ। ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে ব্যাক্তিগত বচসার জেরেই ওই যুবককে খুন করা হয়েছিল। ঘটনায় সিসিটিভি ফুটেজ সহ একাধিক নথি সংগ্রহ করে। সেখানেই এক ট্যাক্সির ছবি ধরা পড়ে। সেই সূত্র ধরেই গ্রেপ্তার। দীর্ঘদিন অপরাধীর সন্ধান চালাচ্ছিল পুলিশ। অবশেষে ভিন রাজ্য থেকে তাকে করে পুলিশ। এদিন আদালতে তোলা হলে জামিনের বিরোধিতা জানান সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী। তাঁর দাবি, এই নৃশংস ঘটনার উদ্দেশ্য কী ছিল এবং এর পিছনে কারা জড়িত রয়েছে তা জানতে ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়া প্রয়োজন।
কিন্তু কী এই স্টোনম্যান আতঙ্ক? সালটা ১৯৮৯। জুন মাসের শুরুর দিক। পাথর হাতে একের পর ভয়ঙ্কর খুন করে চলে দুষ্কৃতী। ৬ মাসে ১২ জনকে খুন করা হয়। আতঙ্কে কেঁপে উঠেছিল গোটা শহর। পুলিশের অনুমান, অত্যন্ত ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করে খুনি শিকারদের হত্যা করত। মাথায় আঘাতের ধরন দেখে পুলিশের ধারণা হয়েছিল, পাথরগুলো বেশ উঁচু থেকে ফেলে তাঁদের মাথায় আঘাত করা হত। এছাড়াও পাথরগুলোর ওজন ছিল প্রায় ৩০-৩৫ কেজি করে। তবে সেই খুনিকে কোনওদিনও ধরতে পারেনি কলকাতা পুলিশ। এ প্রসঙ্গে বলে রাখা ভাল, মুম্বইতেও প্রথম হানা দিয়েছিল এই স্টোনম্যান। কলকাতা ও মুম্বইয়ের দুই আততায়ী এক কি না তা নিয়ে ধন্দ ছিল। মঙ্গলবার রাতের বিকে পাল অ্যাভিনিউয়ের এই ঘটনায় শহরবাসীর মনে সেই স্টোনম্যান আতঙ্ক আবার ফিরে এল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.