সুব্রত বিশ্বাস: ফের ট্রেনের মহিলা কামরায় আক্রান্ত তরুণী। ফাঁকা কামরায় উঠে তরুণীকে লক্ষ্য করে মারধর, মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে এক যুবক। এই ঘটনায় রেল পুলিশের (RPF) বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওই তরুণী। অভিযোগ দায়ের করতে গেলে নাকি তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এই ঘটনার জেরে রেলে মহিলা যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল।
ঘটনার বুধবারের। বিধাননগর (Bidhannagar) থেকে ভোর ৫ টা ১২ মিনিটের রানাঘাট লোকালে উঠেছিলেন সল্টলেকের (Salt Lake) তথ্যপ্রযুক্তি কর্মী ওই তরুণী। তাঁর অভিযোগ, ইছাপুর যাওয়ার জন্য তিনি বিধাননগর থেকে ট্রেনটিতে চড়েন। ওই কামরাতেই এক তরুণ ছিল, যার হাতে ২ লিটারের জলের বোতল ছিল। ট্রেনটি দমদম (Dumdum)ঢোকার আগে আউটার সিগন্যালে দাঁড়িয়ে পড়ে। তখন তরুণী মোবাইল ফোনে কথা বলছিলেন। তরুণীর ডান গালে বোতল দিয়ে সজোরে মারে ওই তরুণ। আক্রান্ত তরুণীর চিৎকারে কামরার মহিলারা ছুটে এলে সেখানেই বোতল ফেলে ট্রেন থেকে নেমে পালিয়ে যায় ওই তরুণ। অভিযোগ বোতল দিয়ে আহত করে তাঁর মোবাইল কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছিল ওই তরুণ।
এই ঘটনার পর রেল পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করে বলে অভিযোগ তোলেন তরুণী। সল্টলেক সেক্টর ফাইভের একটি সংস্থার কর্মী ওই তরুণীর অভিযোগ, বুধবারের পর তিনি বৃহস্পতিবার ভোরে কাজ থেকে ফেরার পথে দমদম রেল পুলিশ থানায় অভিযোগ দায়ের করতে গেলে জানানো হয়, এখন থানা বন্ধ। সাড়ে আটটার পর অফিসার এলে আসবেন। মহিলা পুলিশ কর্মীর ওই কথার পর স্বামীকে নিয়ে তরুণী শিয়ালদহ রেল পুলিশে গেলে সেখান থেকেও ফিরিয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। এরপর ওই তরুণী সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তার অভাব নিয়ে অভিযোগ তুলেছেন। দমদম রেল পুলিশ অবশ্য জানিয়েছে, কোনও অভিযোগ তারা এখনও পাননি। তবে ট্রেনে এই ধরনের ঘটনায় নিরাপত্তার চরম অভাব বোধ করছেন মহিলা যাত্রীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.