অর্ণব আইচ: কলকাতার বিখ্যাত শপিং মলে রহস্যমৃত্যু। পার্ক সার্কাসের কোয়েস্ট মলে নিচ থেকে উদ্ধার যুবকের দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শপিং মলের সাত তলা থেকে ঝাঁপ দিয়েছে ওই যুবক। নিছক দুর্ঘটনা, আত্মহত্যা নাকি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল তাঁকে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা হবে। কোয়েস্ট মলে পার্কিং লট থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই শপিং মলের ছতলা থেকে ঝাঁপ দেন তিনি। পুলিশ দেহ উদ্ধার করে। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর দেহ। সেখানেই ময়নাতদন্ত হয়।
দেখুন ভিডিও:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবক মহম্মদ আইমান রউফ, ব্রড স্ট্রিটের বাসিন্দা। বাইশ বছর বয়সি যুবকের রহস্যমৃত্যুতে স্বাভাবিকভাবেই হতবাক শপিং মল কর্তৃপক্ষ। দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.