Advertisement
Advertisement
St. Xavier’s University

জ্যাভরং ২০২৪: গান-নাচ-বিতর্কে জমজমাট সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ছাত্র উৎসব

জ্যাভরং-এ অংশ নিল ৩০টির বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

Xavrang 2024: Annual Cultural Event of St. Xavier’s University | Sangbad Pratidin

নিজস্ব ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:January 23, 2024 8:46 pm
  • Updated:January 23, 2024 8:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছরের মতোই কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্টস বোর্ড’ (SXUK) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ২২ এবং ২৩ জানুয়ারি বার্ষিক ছাত্র উৎসব ‘Xavrang 2024’-এর আয়োজন করেছিল। যেখানে গান, নাচ, ফ্যাশন শো, বিতর্ক এবং আলোচনায় জমজমাট আযোজন ছিল। পাশাপাশি ছিল বেশ কিছু ক্রীড়া প্রতিযোগিতা। ‘Xavrang 2024’-এ SXUK-এর পড়ুয়াদের পাশাপাশি রাজ্যের ৩০টির বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে অ্যাকাডেমিক ভবনে জমকালো অনুষ্ঠান শুরু হয়েছিল। জ্যাভরং-এ বিভিন্ন কলেজের পড়ুয়ারা অংশ নেওয়ায় তিনি খুশি, সংক্ষিপ্ত বক্তব্যে জানান রেজিস্ট্রার। অনুষ্ঠানে নিজের বক্তব্য পেশ করেন স্টুডেন্ট বোর্ডের ডেপুটি চেয়ারপার্সন ড. মানালি ভট্টাচার্য। অনুষ্ঠানটি রঙিন ও সফল হওয়ার জন্য পড়ুয়াদের কৃতিত্ব দেন তিনি।

Advertisement

 

[আরও পড়ুন: কেষ্টতেই ভরসা! বীরভূমের বৈঠকে অনুব্রতর পদ্ধতিতেই লোকসভা নির্বাচনের নির্দেশ মমতার]

পড়ুয়াদের পাশাপাশি জ্যাভরং-এ অনুষ্ঠান করেন বিখ্যাত শিল্পীরাও। Xavrang 2024-এর থিম ছিল ‘Enchanted Garden’। এই থিম ছিল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যের সঙ্গে ভীষণভাবে সামঞ্জস্যপূর্ণ।

 

[আরও পড়ুন: এবার থেকে আরও সকালে খুলবে আউটডোর, সরকারি হাসপাতালের নিয়মে বড় বদল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement