নব্যেন্দু হাজরা: প্রতীক্ষার অবসান। কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরির মউ সাক্ষরিত হয়ে গেল। ১৫০০ কোটি টাকা বিনিয়োগে সল্টলেক এলাকায় গড়ে উঠবে এই ট্রেড সেন্টার। যার জেরে রাজ্যে অন্তত ৩০ হাজার কর্মসংস্থান হবে।
গত ১৫ মার্চই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) মউ সাক্ষর হতে চলার খবর জানিয়েছিলেন। মঙ্গলবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশন এবং মার্লিন গ্রুপের প্রতিনিধিদের উপস্থিতিতে মউটি সাক্ষরিত হয়। জানানো হয়েছে, সল্টলেকের নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি এলাকায় তৈরি হবে এই বাণিজ্যিক সেন্টারটি। ৩৫ লক্ষ বর্গ ফুট জমির উপর তৈরি হবে বিল্ডিং। যার ফলে বিভিন্ন প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে। পূর্ব ভারতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (WTC) গড়ার জন্য় কলকাতাকেই বেছে নেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বাণিজ্য সংস্থা গড়ে উঠলে কলকাতা কী কী সুবিধা পাবে?
এর ফলে বিশ্বের দরবারে কলকাতার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। আন্তর্জাতিক স্তরে ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে তিলোত্তমা। বাণিজ্য ক্ষেত্রে আরও উন্নতি ঘটবে। বাড়বে কর্মসংস্থান। রাজ্যের সার্বিক ব্যবসায় রেভিনিউ বৃদ্ধি পাবে। বিদেশি লগ্নিকারীরা লগ্নির ক্ষেত্রে আরও বেশি আগ্রহ দেখাবে। ছোট ও মাঝারি সংস্থাগুলিও উপকৃত হবে।
ব্যবসায় আধুনিকীকরণ কীভাবে হবে?
দেশে ও বিদেশে লগ্নি বাড়বে। আন্তর্জাতিক সংস্থার পরামর্শে আরও উন্নতমানের ব্যবসা জন্ম নিতে পারবে। বিশ্ববাজারের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকায় ডিট্রিবিউশন খরচ কমবে। অত্যাধুনিক মানের প্রশিক্ষণ পাওয়ায় কর্মীদের কাজের ধরনও আরও আধুনিক হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.