Advertisement
Advertisement

Breaking News

CM Mamata Banerjee

কলকাতার মুকুটে নয়া পালক, শহরে খুলবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অফিস, জানালেন মুখ্যমন্ত্রী

চলতি মাসেই এই সংক্রান্ত মউ স্বাক্ষরিত হবে।

World Trade Center branch office will be build in Kolkata, confirms CM Mamata Banerjee | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 6, 2023 6:44 pm
  • Updated:March 6, 2023 6:44 pm

গৌতম ব্রহ্ম: এবার আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের শাখা অফিস খুলছে কলকাতায়। এর জন্য রাজ্যের সঙ্গে একটি মউ স্বাক্ষর করতে চলেছে তারা।

সোমবার এ খবর নিজেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বলেন, আগামী ২১ মার্চ রাজ্য সরকারের সঙ্গে এই সংক্রান্ত আলোচনার জন্য কলকাতায় আসছেন প্রতিনিধি দলের সদস্যরা। এই মউ স্বাক্ষরিত হলে দেশ-বিদেশের সঙ্গে বাণিজ্যের প্রসার ঘটবে। এমনটাই আশা রাজ্য সরকারের। কোথায় সেন্টারটি গড়ে তোলা হবে, তার জন্য জমির খোঁজ নাকি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: তিহার জেলে ঠাঁই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অভিযুক্ত সিসোদিয়ার, সঙ্গে নিলেন ভগবত গীতা]

সোমবার বিধানসভার অধিবেশন শেষে নিজের ঘরে বসে সাংবাদিকদের সঙ্গে আলাদা করে কথা বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আগামী ২১ মার্চ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক প্রতিনিধি দল শহরে আসবে। রাজ্য সরকারের সঙ্গে একটি মউ স্বাক্ষর করা হবে। সেই চুক্তির ভিত্তিতে কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (World Trade Center) শাখা অফিস তৈরি হবে এখানে। এটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার।’’ কারণ এর ফলে বিভিন্ন রাজ্যের মধ্যে তো বটেই, বিশ্বের নানা দেশের সঙ্গেও বাণিজ্যের পথ খুলে যাবে। মুখ্যমন্ত্রী আরও জানান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা তৈরির জন্য ভারতের পূর্বাঞ্চলের প্রধান শহর হিসেবে যে কলকাতাকেই বেছে নেওয়া হয়েছে, সেটা খুবই গর্বের বিষয়। রাজ্যের আশা, পূর্বাঞ্চলের সঙ্গে বাণিজ্যের পথ হয়ে উঠবে এই শহরই।

[আরও পড়ুন: অনুমোদন দিল মন্ত্রিসভা, রাজ্যের বিভিন্ন দপ্তরে আড়াই হাজারেরও বেশি কর্মী নিয়োগ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement