Advertisement
Advertisement

Breaking News

দিলীপ ঘোষ

দলে নতুন ও পুরনোদের নিয়ে কাজ করা বড় চ্যালেঞ্জ, মন্তব্য দিলীপের

আদি বনাম নব্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নেতৃত্বের।

Working with new and old members is a challenge, thinks Dilip Ghosh
Published by: Subhamay Mandal
  • Posted:September 7, 2019 4:53 pm
  • Updated:September 7, 2019 4:53 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দলে নতুন ও পুরনোদের নিয়ে একসঙ্গে কাজ করাটাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দিলীপ ঘোষ। শনিবার সকাল থেকে আইসিসিআরে শুরু হয়েছে বিধানসভা ভোটের প্রস্তুতি বৈঠক। সেখানে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, মুকুল রায়রা। এদিন, দলীয় নেতা কর্মীদের সংগঠিতভাবে চলার জন্য ফের বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘বিভিন্ন পার্টি থেকে অনেক অভিজ্ঞ রাজনীতিকরা বিজেপিতে আসছেন। তাদের যোগ্য সম্মান দিয়ে কাজে লাগানো হবে। নতুন-পুরনো সকলকে নিয়ে এগোতে হবে।’

[আরও পড়ুন: তৃণমূল বিরোধিতায় বাঙালিকে চোর-চিটিংবাজ বলে অপমান দিলীপের]

রাজনৈতিক মহল মনে করছে, বিজেপিতে আসা নতুন ও দলের পুরনোদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। তাই এমন বার্তা রাজ্য সভাপতি দিয়েছেন। বিভিন্ন দল থেকে বিজেপিতে অনেকে যোগদান করছে। দল বাড়ছে। দিলীপ ঘোষ নেতা-কর্মীদের বলেছেন, ‘বেশি লোক নিয়ে কাজ করার অভ্যাস তৈরি করতে হবে। মানসিকতাতে পরিবর্তন আনতে হবে। মন বড় করতে হবে।’ আর যাঁরা নতুন দলে আসছেন তাঁদেরকেও বার্তা, বিজেপি পরিবারে এসে সাবলীল হয়ে কাজ করুন।

Advertisement

বাংলায় এখনও পর্যন্ত বিজেপির সদস্য সংখ্যা ৯০ লক্ষ ছাড়িয়েছে বলে এদিন দাবি করেছেন দিলীপ ঘোষ। বলেছেন, টার্গেট ১ কোটি। ১ কোটি সদস্য করতে পারলে তবেই ২০২১-এ বাংলায় পরিবর্তন সম্ভব বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি। প্রসঙ্গত, সামনেই দলে সাংগঠনিক নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় আদি বনাম নব্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নেতৃত্বের। তার উপর শোভন-বৈশাখী, দেবশ্রীর যোগদান বিতর্ক নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তাই দলীয় নেতৃত্বকে মিলেমিশে কাজ করার পরামর্শ দিলেন দিলীপ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement