Advertisement
Advertisement

বউবাজার বিপর্যয়ের জের, হাই কোর্টের নির্দেশে আপাতত বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ

বিশেষজ্ঞ কমিটির থেকে ফের রিপোর্ট চাইল হাই কোর্ট।

Work of East-West Metro has been suspended as High Court orders
Published by: Sucheta Sengupta
  • Posted:November 8, 2019 7:50 pm
  • Updated:November 8, 2019 7:50 pm  

শুভঙ্কর বসু: ইস্ট-ওয়েস্ট মেট্রো সম্প্রসারণের কাজ করতে গিয়ে বউবাজার বিপর্যয়। আগস্টের শেষদিকে সেই ঘটনার জেরে আদালতের নির্দেশমতো আপাতত বন্ধ হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ। বউবাজার কাণ্ডের জেরে ১৭ সেপ্টেম্বর ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে অন্তবর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। ৭ নভেম্বর পর্যন্ত কাজে স্থগিতাদেশ ছিল। এরপর শুক্রবার মামলার শুনানি শেষে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট চেয়ে পাঠিয়েছে প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ। আগামী শুক্রবার ফের মামলার শুনানি।

আগের নির্দেশ মতো এদিন মেট্রোরেল কর্তৃপক্ষ রিপোর্ট পেশ করে হাই কোর্টে। শুরু হয় শুনানি। এরপর মেট্রো রেলের আইনজীবী জিষ্ণু সাহা বলেন, “এখনও শেষ পর্যায়ে মূল্যায়ণের কাজ চলছে। বিশেষজ্ঞরা ওখানকার পরিস্থিতি খতিয়ে দেখছেন৷ দুর্ঘটনার পর ওই এলাকার বাসিন্দাদের জন্য যা যা করার দরকার, সব হয়েছে।” এরপর তিনি আবেদনে আরও বলেন, “ওখানে পাশাপাশি দুটি টানেল বোরিং মেশিন(টিবিএম)কাজ করছিল, সেগুলির পরিস্থিতি ভাল রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই যে টিবিএম ছিল, সেটি সরানো প্রয়োজন রয়েছে। পাঁচ মিটার মতো জায়গা খুঁড়ে সেই কাজ করা যাবে। এর জন্যই অনুমতি প্রয়োজন।”

Advertisement

[আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট, বিগ বি’র অনুপস্থিতিতে মঞ্চ মাতালেন সৌরভ-শাহরুখ]

 মামলাকারীদের তরফে আইনজীবী সপ্তাংশু বসু বলেন, “ওখানে যে কোনও ধরনের কাজ করার আগে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নিতে হবে। তারপর আদালতে সেটা জানাতে হবে। আদালত যদি সম্মতি দেয়, তাহলে সেই কাজ করতে পারে মেট্রো রেল কর্তৃপক্ষ।”
এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, বিষয়টি যেহেতু প্রযুক্তি বিশেষজ্ঞদের বিবেচনাধীন, তাই বিশেষজ্ঞ কমিটির পরামর্শ বা রিপোর্ট ছাড়া কাজের অনুমতি দেওয়া সম্ভব নয়। আগামী শুক্রবার মেট্রো রেল কর্তৃপক্ষকে এ নিয়ে রিপোর্ট পেশ করতে হবে। আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রো সম্প্রসারণের কাজ যেমন বন্ধ ছিল, তেমন বন্ধই থাকবে।

[আরও পড়ুন: ‘তলানিতে অর্থনীতি’, নোটবন্দির তৃতীয় বর্ষপূর্তিতে কেন্দ্রকে আক্রমণ মমতার]

এর আগে প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, মেট্রো রেলের পাশাপাশি রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর বউবাজার এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কী ব্যবস্থা নিয়েছে, সেই সংক্রান্ত একটি রিপোর্টও পেশ করতে হবে। এছাড়াও কলকাতা পুরসভাকেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। শুক্রবার উভয়পক্ষই রিপোর্ট পেশ করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement