Advertisement
Advertisement
Abhishek Banerjee

তলব করা হলেও অভিষেকের বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, আদালতে জানাল ইডি

অভিষেককে মঙ্গলবার তলব করা হয়েছে শুধু কিছু তথ্য সংগ্রহের জন্য, বলছেন ইডির আইনজীবী।

Won't take any step against Abhishek Banerjee, says ED | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 12, 2023 7:03 pm
  • Updated:September 12, 2023 7:06 pm  

গোবিন্দ রায়: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করা হলেও এখনই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। কলকাতা হাই কোর্টে এমনটাই জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ইডি জানাল, অভিষেককে বুধবার তলব করা হয়েছে শুধু কিছু তথ্য সংগ্রহের জন্য।

লিপস অ্যান্ড বাউন্ডসের ফাইল ডাউনলোডের মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী ইডির (ED) কাছে রক্ষাকবচ চান। তার প্রেক্ষিতে ইডির আইনজীবী জানিয়ে দেন, অভিষেককে সমন পাঠানো হয়েছে শুধু জিজ্ঞাসাবাদের জন্য। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের কোনও সম্ভাবনা নেই। ইডির আইনজীবী জানান, “সমন পাঠানো মানেই কড়া পদক্ষেপ নয়। কিছু তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই সমন করা হয়েছে। ওরা নিজেরাই ভেবে নিচ্ছে গ্রেপ্তার করা হবে।”

Advertisement

[আরও পড়ুন: রাজ্য প্রশাসনে বড় রদবদল, একঝাঁক জেলাশাসক-পুলিশ সুপারকে বদলি নবান্নর]

আদালতে ইডির বক্তব্য, এই মামলা দীর্ঘদিন ধরে চলছে। তাই এবার এটা শেষ করার সময় এসেছে। তাছাড়া বিচারপতি অমৃতা সিনহা ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই মামলার অগ্রগতি নিয়ে রিপোর্ট চেয়েছেন। তাই দ্রুত তদন্ত শেষ করতে চায় ইডি। দ্রুত তদন্তের স্বার্থেই অভিষেককে ডাকা হয়েছে। যার প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন, ইডি যেহেতু মৌখিক আশ্বাস দিচ্ছে, তাই অভিষেকের বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ করা হবে না।

[আরও পড়ুন: ছাত্রের কানমলা দিয়ে ওঠবোস করানোর শাস্তি! স্কুলে ঢুকে শিক্ষকদের মার পরিবারের]

উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। তৃণমূলের সদস্য হিসেবে বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু বুধবার সকালে তাঁকে ইডি দপ্তরে তলব করা হয়েছে। সূত্রের খবর, তিনি হাজিরা নির্ধারিত সময়েই ইডি দপ্তরে হাজিরা দেবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement