Advertisement
Advertisement
Kolkata

‘দ্রোহের আলো’র প্রতিবাদীদের কটূক্তি! রাতের কলকাতায় মহিলাদের গাড়ির পিছনে ধাওয়া, ভাঙচুর

বিসর্জনের ম্যাটাডোর থেকে ছেলেরা কটূক্তি করেছে, শেক্সপিয়র থানায় অভিযোগ দায়ের মহিলাদের।

Women who joined protest fro RG Kar allegedly being harrassed in Kolkata, file complain
Published by: Sucheta Sengupta
  • Posted:November 5, 2024 1:38 pm
  • Updated:November 5, 2024 2:22 pm  

অর্ণব আইচ: নারী নির্যাতনের প্রতিবাদ করতে যাওয়া মহিলাদেরই পড়তে হল ইভটিজিংয়ের মুখে! খাস কলকাতার ঘটনা। রাতের শহরে গাড়ি নিয়ে তাড়া, কটূক্তির অভিযোগ ‘দ্রোহের আলো’ কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিবাদীদের। তাদের মারধরের অভিযোগও উঠেছে। এই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় দায়ের হল অভিযোগ। তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনা ঠিক কী? জানা গিয়েছে, আর জি করের নির্যাতিতার সুবিচারের দাবিতে রাজ্যজুড়ে সোমবার ‘দ্রোহের আলো’ কর্মসূচির ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তারদের সংগঠন। তাতে অংশ নেন বহু সাধারণ মানুষজন। কর্মসূচি শেষে বিপত্তির সূত্রপাত। রাসবিহারী অ্যাভিনিউ থেকে একটা গাড়িতে ফিরছিলেন তিন মহিলা, একজন পুরুষ। একই সময় সেখান দিয়ে কালীপুজোর বিসর্জন যাচ্ছিল। প্রতিমার গাড়ি ছাড়া আরেকটি ম্যাটাডোরে যাচ্ছিলেন বেশ কয়েকজন। অভিযোগ, সেই গাড়ি থেকেই প্রথমে প্রতিবাদীদের গাড়িটি লক্ষ্য করে কটূক্তি করা হয়। ম্যাটাডোরটি বার বার গাড়ির দিকে ঘেঁষে আসছিল এবং অশালীন মন্তব্য উড়ে আসছিল সেখান থেকে।

Advertisement

এভাবেই ম্যাটাডোরটি গাড়িকে ফলো করে এক্সাইড মোড় পর্যন্ত আসে বলে অভিযোগ। এর পর বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে হয়ে যাচ্ছে দেখে গাড়ি থেকে নেমে যুবক এগিয়ে যান ম্যাটাডোরের দিকে। জানতে চান, কেন তাঁদের গাড়ির পিছু ধাওয়া করা হচ্ছে এতক্ষণ ধরে? এই প্রশ্ন শুনে খেপে যান ম্যাটাডোরে থাকা যুবকরা। তর্কবিতর্ক চরমে ওঠে। তার পর শুরু হয় হাতাহাতি। তাতে গাড়ির কাচ ভাঙে বলেও অভিযোগ। তখনও মহিলাদের উদ্দেশে ম্যাটাডোরের যুবকরা কটূক্তি করছিল বলে অভিযোগ। এত কিছুর পর শেক্সপিয়র থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলারা। তবে ম্যাটাডোরের নম্বর বলতে পারেননি তাঁরা। তা খুঁজে বের করে তদন্তে নেমেছে পুলিশ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement