Advertisement
Advertisement

Breaking News

Nager Bazar

নিজের ফ্ল্যাটেই আগুন ধরাতেন, প্রতিবেশীরা প্রতিবাদ করতে এ কী করলেন মহিলা!

খাস কলকাতায় এ কী কাণ্ড!

Woman tried to kill herself at Nager Bazar | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 6, 2023 9:00 am
  • Updated:December 6, 2023 11:03 am  

বিধান নস্কর, দমদম: রোজই নিজের ফ্ল্যাটের বারান্দায় রোজ আগুন ধরাতেন এক মহিলা। প্রতিবাদ করায় প্রতিবেশীকে ছুরি দিয়ে ভয় দেখাতে থাকেন তিনি। শেষে নিজের গলাতেই কোপ মারেন ওই মহিলা। মঙ্গলবার রাতের এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দমদম সাতগাছি এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাগের বাজার থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,প্রায় প্রতিদিনই দমদম সাতগাছির অভিজাত আবাসনের দু’নম্বর ব্লকের তিন তলায় ফ্ল্যাটের বারান্দায় আগুন ধরাতেন মহিলা বাসিন্দা দীপা রায়। গত কয়েক দিন ধরেই এই কাণ্ড ঘটাচ্ছিলেন তিনি। আবাসনের অন্য আবাসিকদের দাবি, যে কোনও দিন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। মঙ্গলবার রাতেও একই কীর্তি ঘটান তিনি। তখনই আবাসনের অন্য আবাসিকরা তাঁর ফ্ল্যাটে গিয়ে জানতে চায়, কেন প্রত্যেকদিন তিনি এরকম ঘটনা ঘটাচ্ছেন? তাঁদের আশঙ্কা ছিল বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

Advertisement

[আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে সম্পর্ক সন্দেহে নাবালককে খুন! ৯ বছর পর দোষীকে যাবজ্জীবন আদালতের]

প্রতিবাদ করতেই খেপে ওঠেন দীপাদেবী। ঘর থেকে ছুরি বের করে এনে ভয় দেখাতে থাকেন। পরে নিজের গলাতেই কোপ মারেন তিনি। স্বামী তাঁকে বাঁচাতে গেলে তিনিও জখম হন। এর পর আবাসিকরা নাগেরবাজার থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ জানতে পেরেছে মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা। যার জেরেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।

 

[আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের নিয়োগের পথে বাধা হতে পারে মামলা! FIR বাতিলের পরামর্শ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement