Advertisement
Advertisement

Breaking News

Haridevpur

ঘনিষ্ঠ ছবি ভাইরাল করার হুমকি! যুবকের বাড়ির সামনে গায়ে আগুন, মৃত্যু ‘প্রেমিকা’র

হরিদেবপুরে চরম আতঙ্ক।

Woman set herself on fire after boyfriend threatened to expose images, dies | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:September 19, 2023 4:12 pm
  • Updated:September 19, 2023 4:12 pm  

নিরুফা খাতুন: প্রেমিকের বাড়ির সামনে দাঁড়িয়ে গায়ে আগুন ‘প্রেমিকা’র। খাস কলকাতার হরিদেবপুরের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার তাঁর এম আর বাঙ্গুর হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। এখনও প্রেমিকের খোঁজ মেলেনি।

হরিদেবপুরের ব্যানার্জি পাড়ায় সোমবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছিল। ১০০ ডায়াল করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, হরিদেবপুরের ব্যানার্জি পাড়ার এক বাসিন্দার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন ওই মহিলা। তাঁদের একান্ত মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন হরিদেবপুরের ব্য়ক্তি। এরপরই তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে গায়ে আগুন ধরিয়ে দেন।

Advertisement

[আরও পড়ুন: কুকুরকে লাথি মারায় কষিয়ে চড়! জলপাইগুড়িতে মৃত্যু শ্রমিকের]

এদিন মৃত্য়ুর আগে পুলিশকে দেওয়া বয়ানে মহিলা জানিয়েছেন, হরিদেবপুরের সুবীর বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করে সুবীর বিশ্বাসের খোঁজ করছে পুলিশ। জানা গিয়েছে, ভবানীপুরের বাসিন্দা ওই মহিলা। তাঁর সন্তান রয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন।

[আরও পড়ুন: ২৪ বছরেই বিদেশে সমাদৃত শিল্পকর্ম! আমেরিকা পাড়ি দিচ্ছে কালনার যুবকের হাতে তৈরি দুর্গা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement