Advertisement
Advertisement

OMG! অনলাইনে মোবাইল অর্ডার করে সাবান পেলেন বাগুইআটির দম্পতি

বিপণন সংস্থা কোনও ব্যবস্থা না নেওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা৷

Woman orders mobile gets soap
Published by: Sayani Sen
  • Posted:January 25, 2019 4:06 pm
  • Updated:January 25, 2019 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা বছরই অনলাইন বিপণন সংস্থাগুলি ক্রেতাদের জন্য কিছু না কিছু ছাড় দিয়েই থাকে৷ সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আমাজন এবং ফ্লিপকার্টের মতো সংস্থাগুলিও ছাড় দিচ্ছে নানা সামগ্রীতে৷ পোশাক থেকে শুরু করে প্রসাধনী সামগ্রী সবেতেই চলছে নানা অফারের বন্যা৷ লোভনীয় সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ ক্রেতারা৷ তাঁরা অর্ডারের পর অর্ডার দিয়েই চলেছেন৷ কেউ কেউ হাতে পাওয়া জিনিসে খুশি৷ কিন্তু অনেকেই আবার অর্ডার অনুযায়ী জিনিসপত্র হাতে না পাওয়ার অভিযোগও তুলেছেন৷ বাগুইআটির এক দম্পতির অভিযোগ যদিও আরও গুরুতর৷ বাধ্য হয়ে পুলিশেরও দ্বারস্থ হয়েছেন তাঁরা৷

বাগুইআটির ওই দম্পতির একটি মোবাইল কেনার পরিকল্পনা ছিল৷ দোকানে গিয়ে খুঁজে খুঁজে মোবাইল কেনার মতো সময় তাঁদের হাতে নেই৷ তাই ভেবেছিলেন এক ক্লিকেই অর্ডার দিয়ে দেবেন মুঠোফোন৷ এদিকে আবার ২০ জানুয়ারি থেকেই সেল শুরু হয় এক অনলাইন বিপণন সংস্থায়৷ তাদের কাছে মোবাইল অর্ডারও দেন ওই দম্পতি৷ অর্ডার দেওয়ার কয়েকদিনের মধ্যেই ওই সংস্থার ডেলিভারি বয় আসেন তাঁদের বাড়িতে৷ একটি পুরনো মোবাইল এবং নগদ টাকা নিয়ে ওই ডেলিভারি বয় একটি বাক্স দিয়ে যান৷ হাতে নতুন মোবাইলের বাক্স নিয়ে আর একটুও অপেক্ষা করেননি স্বামী-স্ত্রী৷ তড়িঘড়ি বাক্সটি খুলে ফেলেন তাঁরা৷ কিন্তু বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ তাঁদের৷ ওই দম্পতি দেখেন, মোবাইলের পরিবর্তে তাঁর হাতে এসেছে দুটি সাবান৷ ওই বাক্সের মধ্যে সযত্নে রাখা ছিল সেগুলি৷

Advertisement

[‘শত্রু’ ড্রোন দেখলেই চিলের ছোঁ, ত্রস্ত পুলিশ]

অনলাইন সংস্থায় মোবাইলের পরিবর্তে সাবান হাতে পাওয়ার ঘটনাটি জানান দম্পতি৷ কিন্তু তাতেও লাভ হয়নি৷ দম্পতির অভিযোগ, পাঁচদিন কেটে গেলেও ওই অনলাইন সংস্থা কোনও ব্যবস্থা নেয়নি৷ তাই বাধ্য হয়েই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা৷ এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘এই অভিযোগ নতুন নয়৷ বাগুইআটির দম্পতির মতো অনেকেই অনলাইনে কেনাকাটি করে প্রতারণার শিকার হন৷ ২০১৬ সাল থেকেই এই ধরনের অভিযোগের পরিমাণ ক্রমশই বাড়ছে৷ তদন্ত করে দেখা হচ্ছে৷ দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে৷’’ যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement