Advertisement
Advertisement
শ্লীলতাহানি

ফের পার্ক স্ট্রিটে শ্লীলতাহানি, ১০০-এ ফোন করে অভিযুক্তকে ধরিয়ে দিলেন তরুণী

অভিযুক্ত যুবক মহম্মদ সাদিককে গ্রেপ্তার করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ৷

Woman molested in Park Steet, accussed arrested

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:July 11, 2019 8:31 pm
  • Updated:July 11, 2019 9:01 pm  

অর্ণব আইচ: দিনেদুপুরে কলকাতার অন্যতম অভিজাত এলাকায় ফের শ্লীলতাহানির ঘটনা৷ বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ পার্ক স্ট্রিট এলাকা দিয়ে যাওয়ার সময় শ্লীলতাহানির শিকার হন এক যুবতী৷ পুলিশ সূত্রে খবর, মির্জা গালিব স্ট্রিটের কাছে এক অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে আচমকাই জড়িয়ে ধরে অভব্য আচরণ করতে থাকে৷ তরুণী তীব্র প্রতিবাদ করেন৷ এরপর তিনি নিজেই ১০০ নম্বরে ডায়াল করে পুলিশে খবর দিলে, গ্রেপ্তার হয় অভিযুক্ত৷

[আরও পড়ুন: বিশ্বকাপ সেমিফাইনালে মগ্ন কর্মীরা, হাসপাতাল থেকে গায়েব রোগীর কাটা আঙুল]

শেক্সপিয়র সরণী থানার পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক বছর বত্রিশের মহম্মদ সাদিক৷ ওই এলাকারই ফুটপাথ বাসিন্দা সে৷ সাদিককে এমন অভব্য আচরণ করতে দেখে তরুণী সাহস হারাননি৷ নিজেই ১০০ নম্বরে ডায়াল করে পুলিশে খবর দেন।  তাঁকে উদ্ধারের আবেদন করেন৷ তাঁর ফোন পেয়ে শেক্সপিয়র থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়৷ তরুণীকে উদ্ধার করা হয় এবং হাতেনাতে ধরা পড়ে সাদিক৷

Advertisement

সম্প্রতি শহর কলকাতার বিভিন্ন জায়গায় শ্লীলতাহানির ঘটনা ঘটেই চলেছে৷ মডেল উষসী থেকে শুরু করে সোনাজয়ী বক্সার সুমন কুমারী, অভিনেতা জিতু কমল থেকে অভিনেত্রী স্বস্তিকা দত্ত – সকলেই কোনও না কোনওভাবে পথে বেরিয়ে হেনস্তার শিকার হয়েছেন৷ পুলিশে অভিযোগ দায়ের করে এবং সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে এঁরা সকলেই প্রতিকার পেয়েছেন৷ গ্রেপ্তার হয়েছে অভিযুক্তরা৷ পুলিশ এনিয়ে অত্যন্ত তৎপর৷ কিন্তু তা সত্ত্বেও এধরনের ঘটনা যে এড়ানো যাচ্ছে না, আজকের পার্ক স্ট্রিটের ঘটনাই তার প্রমাণ৷

[আরও পড়ুন:‘আলটপকা মন্তব্য বন্ধ করে ভুল স্বীকার করুন’, বিধায়কদের বৈঠকে কড়া বার্তা মমতার]

আর এদিনের ঘটনা ফিরিয়ে আনল ২০১২এ পার্ক স্ট্রিটে সুজেট গণধর্ষণের স্মৃতি৷ রাতের ঝলমলে শহরে নাইট ক্লাবে গিয়ে ধর্ষণের শিকার হয়েছিলেন তরুণী সুজেট জর্ডন৷ তা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা মহানগর৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহিলা মুখ্যমন্ত্রী শাসিত রাজ্যে এমন ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়েও বড়সড় প্রশ্ন উঠে গিয়েছিল, যা বঙ্গ রাজনীতিতেও বেশ প্রভাব ফেলেছিল৷ আজকের ঘটনা ততটা ভয়াবহ না হলেও, পার্ক স্ট্রিট যে খুব নিরাপদ হয়ে গিয়েছে, তা বলা যাচ্ছে না মোটেও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement