Advertisement
Advertisement

Breaking News

শ্লীলতাহানি

কলকাতায় চলন্ত বাসে লুকিয়ে মহিলার ছবি তোলার চেষ্টা, গ্রেপ্তার ১

ধূলাগড়-শিয়ালদহ রুটের একটি বেসরকারি বাসে ঘটে এই ঘটনা।

Woman molested in a running bus at Kolkata, one arrested

ছবি: প্রতীকী

Published by: Tanumoy Ghosal
  • Posted:June 30, 2019 3:47 pm
  • Updated:June 30, 2019 4:32 pm  

অর্ণব আইচ: খাস কলকাতায় ফের চলন্ত বাসে হেনস্তার শিকার এক গৃহবধূ। বাসে লুকিয়ে দুই যুবক তাঁর ছবি তোলার চেষ্টা করছিল বলে অভিযোগ। অভিযোগ পাওয়ামাত্রই শিয়ালদহে বাস থামিয়ে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। আর একজন পলাতক। অভিযোগ দায়ের করা হয়েছে মুচিপাড়া থানায়। 

[আরও পড়ুন: ডাকাতি রুখতে নয়া উদ্যোগ আরপিএফের, এবার রাতের ট্রেনে থাকবে ‘নাইট হান্ট’ বাহিনী]

অভিযোগকারী গৃহবধূর বাড়ি হাওড়ার বাঁকসাড়ায়। রবিবার সকালে স্বামী ও মেয়েকে নিয়ে ধূলাগড়-শিয়ালদহ রুটের একটি বেসরকারি বাসে উঠেছিলেন তিনি। নির্যাতিতার অভিযোগ, বাসটি যখন ধর্মতলার ওয়েলিংটন মোড়ের কাছে পৌঁছায়, তখন চলন্ত বাসেই লুকিয়ে মোবাইলে তাঁর ছবি তোলার চেষ্টা করছিল ওই দুই যুবক। ঘটনাটি নজরে আসতেই একশো নম্বর ডায়াল করে অভিযোগ জানান ওই গৃহবধূ। অভিযোগ পাওয়ামাত্র সক্রিয় হয় পুলিশ। লালবাজার কন্ট্রোল রুম থেকে খবর পাঠানো হয় শিয়ালদহ ট্রাফিক গার্ডে। ঘটনার মিনিট পনেরো পর শিয়ালদহ স্টেশনে কাছে এনআরএস হাসপাতালের মেন গেটের উলটো দিকে এজেসি বসু রোডে বাসটি থামান কর্তব্যরত পুলিশকর্মীরা। হাতেনাতে ধরা পড়ে যায় এক অভিযুক্ত। তবে বিপদ বুঝে ততক্ষণে বাস থেকে নেমে পালিয়েছে অপরজন। ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতের নাম মহম্মদ খান। বাড়ি হাওড়ার উলুবেড়িয়ার কুলগাছিয়া এলাকায়। এদিকে এই ঘটনার রীতিমতো আতঙ্কিত আক্রান্ত গৃহবধূ ও তাঁর পরিবারের লোকেরা।

Advertisement

এ শহরে বাসে-ট্রামে মহিলাদের নানাভাবে হেনস্তার হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। কয়েক মাস আগে দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুকুর থেকে পার্ক সার্কাসগামী একটি সরকারি বাসে শ্লীলতাহানির শিকার হন এক মহিলা। মহিলার চিৎকার শুনে প্রগতি ময়দান থানা এলাকার আম্বেদকর সেতুর কাছে বাস থামিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছর চলন্ত বাসে দুই মহিলাকে দেখে এক ব্যক্তির হস্তমৈথুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল শহরে। ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ওই দুই মহিলার একজন। ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারও করে পুলিশ।

[আরও পড়ুন: আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা, ওসিদের নির্দেশ সিপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement