অর্ণব আইচ: ছেলে প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারাধীন বন্দি। তাকে খাবার দিতে গিয়েছিল মা। বিস্কুট-ফলমূল ছাড়া একজন মা আর ছেলের হাতে কী-ই বা তুলে দিতে পারেন? তাই সেভাবে সন্দেহ করেননি আধিকারিকরা। কিন্তু আচমকাই ছেলের হাবভাবে সন্দেহ হয় সংশোধনাগারের কর্মীদের। তাই বাধ্য হয়ে তিনটি পাকা পেঁপেকে ঢোকানো হয় স্ক্যানারে। কিন্তু স্ক্যানারে চোখ রাখতেই অবাক সংশোধনাগার কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষের দাবি, ওই পেঁপের ভিতর থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ মাদক। বিচারাধীন বন্দির মাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সংশোধনাগারের ভিতরেই কি তবে মাদকের আঁতুড়ঘর হয়ে গিয়েছে, উঠছে সেই প্রশ্ন।
মহম্মদ বাবু নামে এক যুবক বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। ওই যুবকের সঙ্গে প্রায় প্রতিদিনই সংশোধনগারে দেখা করতে যান তার মা সায়েদা বেগম। সংশোধনাগার কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, নিজের ছেলে শুকনো খাবার, বিস্কুট দিয়ে যেত বন্দির মা। বুধবারও তার ব্যতিক্রম হয়নি। ওইদিন পাকা পেঁপে নিয়ে সংশোধনাগারে ছেলের সঙ্গে দেখা করতে আসেন তার মা। পেঁপে নিয়েও নেয় ছেলে। তবে সংশোধনাগার কর্তৃপক্ষের পাকা পেঁপে দেখে সন্দেহ হয়। স্ক্যান করা হয় পাকা পেঁপের। তাতেই দেখা যায় ওই পাকা পেঁপের ভিতরে রয়েছে মাদক। হেস্টিংস থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশোধনাগার কর্তৃপক্ষের দাবি, মহম্মদ বাবু নামে ওই যুবক শুধু নিজে মাদক সেবন করত এমনই নয়। সে ওই সংশোধনাগারের অন্যান্য বন্দিদেরও মাদক সরবরাহ করত। তার মা এই প্রথমদিনই পেঁপের ভিতরে করে মাদক সরবরাহ করল নাকি অন্য কোনদিনও এমন কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবকের মাকে জেরা করেই এই সম্পর্কিত তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.