Advertisement
Advertisement

ভুয়া ‘কেবিসি’র ফাঁদে পা দিয়ে প্রতারিত যুবতী

ভুয়া লটারির ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হলেন তিনি৷

Woman gets cheated by online  lottery game show
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 27, 2016 4:12 pm
  • Updated:August 27, 2016 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে ‘কউন বনেগা ক্রোড়পতি’ খেলেছিলেন হাওড়ার বাসিন্দা অঞ্জলি দাস৷ অমিতাভ বচ্চনের বিখ্যাত গেম শো-র সঙ্গে এই লটারির কোনও সাদৃশ্য না থাকলেও, সাইটটিতে ফলাও করে রয়েছে ‘কেবিসি’-র লোগো এবং অমিতাভ বচ্চনের ছবি৷ আর তা দেখেই সংস্থার উপর বিশ্বাস করেছিলেন অঞ্জলি৷ সেটাই কাল হল ওই মহিলার কাছে৷ ভুয়া লটারির ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হলেন তিনি৷

অঞ্জলি জানাচ্ছেন, লটারি খেলে তিনি জিতেও যান৷ নিয়ম অনুযায়ী তাঁকে ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল সংস্থার৷ কিন্তু তাঁর দাবি, সেই টাকা তো তিনি পাননি, উল্টে সেই টাকা পাওয়ার জন্য অর্জুন কুমার সিং নামক এক ব্যক্তির অ্যাকাউন্টে ৩৫ হাজার টাকা জমা করতে বলা হয় তাঁকে৷ সংস্থার কথামতো সেই কাজ করেন তিনি৷ এরপরই সাইটটিতে তাঁর ছবি দেখা যায় জয়ীদের তালিকায়৷ তাঁর ছবি দিয়ে ঘোষণা করা হয় তিনিই ২৫ লক্ষ টাকা জিতেছেন৷ যদিও অঞ্জলির দাবি কানাকড়িও পাননি তিনি, উল্টে তাঁর কাছ থেকে আরও ৭৫ হাজার টাকা চাওয়া হয়৷ সে টাকা দিতে অস্বীকার করেন অঞ্জলি৷

Advertisement

এরপরই হাওড়ার বাউড়িয়া থানায় অর্জুন কুমার সিংয়ের নামে অভিযোগ দায়ের করেন তিনি৷ পুলিশ তাঁর অভিযোগ নিলেও অঞ্জলির দাবি, পুলিশ তাঁকে বলেছে এই ঘটনার সুরাহা করা মুশকিল৷ তাঁর আরও দাবি, ওই ঘটনার দিনই পাকিস্তান থেকে চার বার ফোন পান তিনি৷ সেখানেও তাঁকে সেই লটারি সম্পর্কেই নানা কথা বলা হয়৷ এই ঘটনাতে আরও ভয় পেয়ে যান অঞ্জলি৷ পুলিশকে সেই কথা জানালেও, তাঁরা তা মানতে চায়নি বলেই অভিযোগ তাঁর৷

পাকিস্তান থেকে ফোন আসার ঘটনায় স্বভাবতই সন্ত্রস্ত অঞ্জলি৷ টাকা তো গিয়েইছে, এখন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থেকে সমস্ত ব্যক্তিগত তথ্য চুরির ফলে বড় কোনও সমস্যায় পড়তে পারেন বলেন আশঙ্কা তাঁর৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement