নিজস্ব সংবাদদাতা, বারাকপুর: ট্যাক্সিচালকের হাত থেকে চাবি কেড়ে মদ্যপ যুবকের বেপরোয়া গাড়ি চালানোর খেসারত দিতে হল ৪৯ বছরের মহিলাকে৷ কালীপ্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ওই মহিলার৷ আহত হয়েছেন চারজন৷ আগরপাড়ার হরিমোহন চ্যাটার্জি স্ট্রিটে এই দুর্ঘটনা ঘটে৷ মদ্যপ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷
গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ প্রতিমা গঙ্গায় বিসর্জন দিয়ে ফিরছিলেন আগরপাড়ার ইলিয়াস রোডের বাসিন্দারা৷ দলে ছিলেন শীলা দাস-সহ ছয়জন৷ বিটি রোডে ওঠার মুখেই হরিমোহন চ্যাটার্জি স্ট্রিটের মুখে বারাকপুরগামী একটি ট্যাক্সি সজোরে তাঁদের ধাক্কা মারে৷ ইলিয়াস রোডের বাসিন্দা ৪৯ বছরের শীলা দাসকে স্থানীয় কয়েকজন প্রথমে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান৷ একইসঙ্গে আরও চারজনকে সেখানে ভর্তি করা হয়৷ শীলা দাসের অবস্থা খারাপ হলে তাঁকে রাতেই কলকাতার আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে মঙ্গলবার সকালে তাঁকে মৃত ঘোষণা করা হয়৷
রাতেই খবর পেয়ে পুলিশ তল্লাশি চালাতে শুরু করে৷ প্রাথমিকভাবে ট্যাক্সির দুই যাত্রী ও চালককে পুলিশ আটক করা হয়৷ ট্যাক্সিচালককে জেরায় গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে পুলিশ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার নিষিদ্ধ পল্লী থেকে দু’জন ট্যাক্সিতে চড়ে৷ বিট্টু আকবর নামে এক যাত্রী জোর করে ট্যাক্সিচালকের কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নেয়৷ চালক বারণ করলেও কোনও কথা শুনতে চায়নি তারা৷ অত্যন্ত বেগে গাড়ি চালাতে শুরু করে৷ আগরপাড়ার কাছে বিটি রোডে গাড়ির গতি আরও বেড়ে যায়৷ সেই সময়ই পুজোর বিসর্জন দিয়ে দল বেঁধে ফিরছিলেন ছয় মহিলা৷ স্টিয়ারিং হাতে মদ্যপ বিট্টুর বেপরোয়া গাড়ির জন্য প্রাণ দিতে হয় শীলাদেবীকে৷ ট্যাক্সিটি শীলাদেবীকে পুরোপুরি পিষে দিয়ে যায়৷ অন্য চারজনও চোট পান৷
স্থানীয় মানুষ জানিয়েছেন, গাড়ির ধাক্কার পরও উল্টে মদ্যপ যুবকরা অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে৷ কিছু মানুষ জড়ো হয়ে ওই মদ্যপ যুবকদের কাজকর্মের প্রতিবাদ জানিয়ে ওদের ধরতে যান৷ এরপরই বেগতিক বুঝে পালাতে যায় অভিযুক্তরা৷ টহলরত পুলিশ পরে ওই তিনজনকেই ধরে ফেলে৷ ধৃতদের বিরুদ্ধে আগরপাড়ার দুর্ঘটনার ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃতভাবে খুনের মামলা দায়ের করতে পারে পুলিশ৷
ছবি-আকাশনীল ভট্টাচার্য
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.