Advertisement
Advertisement
Woman civic volunteer dies in a road accident near Behala

কুকুরের ভয়ে স্কুটার থেকে ছিটকে রাস্তায়, স্বামীর সামনে লরির ধাক্কায় মৃত সিভিক ভলান্টিয়ার

বেহালার সরশুনা থানার রাঘদিঘিতে ব্যাপক চাঞ্চল্য।

Woman civic volunteer dies in a road accident near Behala । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:January 21, 2023 12:29 pm
  • Updated:January 21, 2023 12:53 pm  

অর্ণব আইচ: শীতের সকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতা। এবার ঘটনাস্থল বেহালার সরশুনা থানার রাঘদিঘি। বেপরোয়া লরির ধাক্কার প্রাণ গেল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। স্বামীর স্কুটারে চড়ে কাজে যোগ দিতে যাওয়ার সময় এই বিপত্তি। এই ঘটনায় নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া।

নিহত বছর চুয়াল্লিশের সীমা দাস পেশায় সিভিক ভলান্টিয়ার। শনিবার সকালে স্বামীর স্কুটারে চড়ে মুচিপাড়ার দিক থেকে বেহালা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন তিনি। রাঘদিঘির কাছে একটি কুকুর স্কুটারটিকে তাড়া করে। তাতে নিয়ন্ত্রণ হারান মহিলার স্বামী। উলটে যায় স্কুটার। রাস্তায় ছিটকে পড়েন দম্পতি। সেই সময় পিছনদিক থেকে বেপরোয়া গতিতে আসছিল একটি লরি। ওই লরিটি রাস্তায় পড়ে যাওয়া সিভিক ভলান্টিয়ারকে পিষে দেয়। মূলত মাথায় গভীর চোট পান তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।

Advertisement

[আরও পড়ুন: ‘তাপসকে ঘুষ দিইনি বলে এই হাল’, ষড়যন্ত্রের অভিযোগে সরব নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল]

দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যানচলাচল ব্যাহত হয়। তবে ভোরবেলা গাড়ির চাপ কিছুটা কম থাকায়, যানজট অনেকটাই কম হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় ওই রাস্তায় ফের যানচলাচল স্বাভাবিক হয়। চোখের সামনে নিজের স্ত্রীকে হারিয়ে কার্যত বাকরুদ্ধ ওই সিভিক ভলান্টিয়ারের স্বামী। দম্পতির পরিবারের সকলে শোকে পাথর।

এর আগে শুক্রবার মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে হাওড়ার সাঁপুইপাড়ায়। মেয়েকে স্কুলে দিতে যাওয়ার পথে গতির বলি হন মহিলা। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও টোটোচালক সুমন সাহা, তাঁর স্ত্রী সুপ্রিয়া ও মেয়েকে নিয়ে যাচ্ছিলেন স্কুলের দিকে। আচমকাই পিছন থেকে প্রচণ্ড গতিতে এসে এক বিলাসবহুল চারচাকা গাড়ি তাঁদের ধাক্কা মারে। ধাক্কার জেরে উলটে যায় টোটোটি। রাস্তায় ছিটকে পড়েন তিনজন। স্থানীয়দের নজরে পড়তেই তারা আহতদের উদ্ধার করে। তড়িঘড়ি তিনজনকে নিয়ে যাওয়া হয় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা সুপ্রিয়া সাহাকে মৃত বলে ঘোষণা করেন। নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘাতক গাড়ি ও চালক পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

[আরও পড়ুন: তদন্তে ‘অসহযোগিতা’, ফ্ল্যাটে টানা ২৪ ঘণ্টা তল্লাশির পর ‘গ্রেপ্তার’ তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement