Advertisement
Advertisement

Breaking News

পরকীয়ায় আর আগ্রহ নেই গৃহবধূর, অন্তরঙ্গ ছবি ভাইরালের হুমকি যুবকের

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

Woman blackmailed by lover

ছবি: প্রতীকী

Published by: Tanumoy Ghosal
  • Posted:November 27, 2018 2:52 pm
  • Updated:November 27, 2018 2:52 pm  

কলহার মুখোপাধ্যায়: কলকাতায় স্বামীর সঙ্গে থাকেন৷ কিন্তু ভিনরাজ্যের এক যুবকের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল৷ পরকীয়ায় ইতি টানতে গিয়ে বিপদে পড়েছেন এক গৃহবধূ৷ অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই যুবক টাকা চাইছে বলে অভিযোগ৷ বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হন ওই মহিলা৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

[দুটি বাসের রেষারেষিতে শহরে দুর্ঘটনা, বরাতজোরে রক্ষা বাইক চালকের]

Advertisement

ভিআইপি রোডের কৈখালিতে থাকেন ওই গৃহবধূ৷ ফোনে তাঁর সঙ্গে আলাপ হয় অমিত কুমার নামে যুবকের৷ ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা সে৷ ক্রমে দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে৷ ফেসবুক ও ম্যাসেঞ্জারে নিয়ম চলত চ্যাট৷ কৈখালির ওই গৃহবধূর দাবি, তাঁর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রেখেছে অমিত৷ এখন আর ওই যুবকের সঙ্গে সম্পর্ক রাখতে চাননি তিনি৷ তাই সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে অমিত, টাকা চাইছে সে৷ শেষপর্যন্ত গোটা ঘটনা জানিয়ে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা৷

Saltlake arrest
ধৃত যুবক

সোমবার রাতে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে অভিযুক্ত অমিত কুমারকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা৷ তদন্তকারীরা জানিয়েছেন, পড়শি রাজ্যের ওই যুবক উচ্চশিক্ষিত৷ বিটেক পাশ করেছে সে৷ টাকা আদায়ের জন্য কৈখালির ওই গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলেছিল অমিত৷ ঘনিষ্ঠতা এতটাই ছিল যে, গোপনে প্রেমিকের সঙ্গে দেখাও করতেন ওই গৃহবধূ৷ সেই সময়ে ছবিগুলি তুলেছে অভিযুক্ত৷

[ খাস কলকাতায় উদ্ধার ১০ লক্ষ টাকার জাল নোট, গ্রেপ্তার চক্রের ২ পাণ্ডা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement