প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের অভিযোগকারীর বিরুদ্ধে পালটা অপহরণের অভিযোগ দায়ের করলেন অভিযুক্ত যুবক। বাইপাসের কাছে চলন্ত গাড়িতে তাঁকে বেহুঁশ করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আসানসোলের ওই তরুণী। সেই সময় চালকও গাড়িতেই ছিলেন বলে অভিযোগ। সোমবার আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তরুণীর অভিযোগের ২৪ ঘন্টার পর মঙ্গলবার পালটা অভিযোগকারিণীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেছেন প্রাক্তন প্রেমিক।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার একটি ফোন আসে থানায় বাইপাসের একটি ফ্ল্যাটে জোর করে কোন এক যুবককে আটকে রাখা হয়েছে। পুলিশ গিয়ে দেখে ফ্ল্যাটে ভিতরে এক যুবক রয়েছেন। তাঁর হাত দড়ি দিয়ে বাঁধা। তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয়। যখন ওই যুবককে জিজ্ঞাসা করা হয় কে বা কারা তাঁকে আটকে রেখেছিলেন, তখন যুবক তরুণীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ তোলে। ফ্ল্যাট থেকে উদ্ধারের পর যুবককে টালিগঞ্জে সরকারি হাসপাতালে ভর্তি করা করেছে পুলিশ।
এদিকে, বুধবার বিচারকের কাছে তরুণীর গোপন জবানবন্দিও দেওয়ার কথা ছিল বলে জানা গিয়েছে। কিন্তু সূত্রের খবর, এদিন হঠাৎ করে তরুণীর কোনও খোঁজ মিলছে না। তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে। পুলিশ সূত্রে খবর, উভয়েরই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.