Advertisement
Advertisement
Lake Town

রাতের লেকটাউনে মহিলার ‘শ্লীলতাহানি’, প্রতিবাদ করায় মার খেতে হল স্বামীকে!

এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Woman allegedly harassed in Lake Town
Published by: Sayani Sen
  • Posted:November 4, 2024 2:54 pm
  • Updated:November 4, 2024 5:41 pm  

বিধান নস্কর, সল্টলেক: কালীপুজোর বিসর্জন সেরে ফেরার পথে গৃহবধূকে অশালীন মন্তব্য, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে লেকটাউনে ধুন্ধুমার। এই ঘটনায় লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া, গতরাতে বাজি ফাটানো নিয়ে লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকাতেও উত্তেজনা তৈরি হয়। 

পাতিপুকুর জে এম সরকার ষ্ট্রিট এলাকার বাসিন্দা ওই মহিলা। রবিবার রাতে স্বামীর সঙ্গে স্পোর্টিং ক্লাবের কালীপ্রতিমা নিরঞ্জনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই বিপত্তি। অভিযোগ, বেশ কয়েকজন যুবক ওই মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেন। কুরুচিকর মন্তব্য করা হয় তাঁকে। শ্লীলতাহানি এবং প্রতিবাদ করায় মারধর করা হয় বলেও অভিযোগ। বাধা দিতে যান মহিলার স্বামী। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ।

Advertisement

এর পর ওই দম্পতি লেকটাউন থানার দ্বারস্থ হন। সেখানে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ামাত্রই নড়েচড়ে বসে পুলিশ। রবি রাজভর, মনোজ রাজভর এবং সিরাজ হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে মহিলার শ্লীলতাহানি এবং মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

এদিকে, কালীপ্রতিমা বিসর্জনের সময় বাজি ফাটানোকে কেন্দ্র করে লেকটাউন দক্ষিণদাঁড়ি এলাকাতেও অশান্তির ঘটনা ঘটে। দেবীঘাটে প্রতিমা নিরঞ্জন চলছিল। সেই সময় বাজি ফাটানোকে কেন্দ্র করে বচসা শুরু হয়। পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ। এই ঘটনাতেও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মারধর ও সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement