Advertisement
Advertisement

Breaking News

ফুটপাতবাসী তরুণীকে খাবারের লোভ দেখিয়ে গণধর্ষণ, শহরে চাঞ্চল্য

দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

Woman allegedly gang raped in Kolkata
Published by: Shammi Ara Huda
  • Posted:September 8, 2018 1:01 pm
  • Updated:September 8, 2018 1:01 pm  

অর্ণব আইচ: শহরে ফের গণধর্ষণের শিকার তরুণী। খাবারের লোভ দেখিয়ে ফুটপাতবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন ফেরিওয়ালার বিরুদ্ধে। অভিযোগ দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম চন্দন সাহা ওরফে পিন্টু ও সুনীল যাদব। রাতেই তাদের গ্রেপ্তার করে উত্তর বন্দর থানার পুলিশ। ধৃতদের জেরা করে পলাতক তৃতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে স্ট্র্যান্ড রোডের কাছে।

Advertisement

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। স্ট্র্যান্ড রোডের ফুটপাতে বসে অঝোরে কাঁদছিলেন এক তরুণী। তাঁকে খানিকটা অপ্রকৃতিস্থ দেখাচ্ছিল। শহরের ওই ব্যস্ত রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন এক সার্জেন্ট। তিনিই তরুণীকে কাঁদতে দেখে এগিয়ে আসেন। কথাবার্তায় জানতে পারেন, সারা শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে তাঁর। তরুণীকে যন্ত্রণায় কুঁকড়ে যেতে দেখে তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, গণধর্ষণের শিকার ওই তরুণী। এরপরেই চাঞ্চল্য ছড়ায়। উত্তর বন্দর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে নির্যাতিতা তরুণীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় নির্যাতিতা জানান, ঘটনার দিন দুপুরে তিনি ফুটপাতে বসেছিলেন। পরিচিত তিন যুবক তাঁকে খেতে নিয়ে যাওয়ার লোভ দেখায় বলে অভিযোগ। অভিযোগ, ফেয়ারলি প্লেস এলাকার কোনও এক ঝোঁপঝাড়ের মধ্যে ওই তরুণীর উপরে নারকীয় অত্যাচার চালায় তিন অভিযুক্ত। তারপর সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়। এরপর জ্ঞান ফিরলে নির্যাতিতা নিজেই স্ট্র্যান্ড রোডের ফুটপাতে ফিরে আসেন। এরপরই উত্তর বন্দর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে। পলাতক তৃতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

[লাগামহীন জ্বালানির মূল্য, শনিবারও দাম বাড়ল পেট্রল-ডিজেলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement