স্টাফ রিপোর্টার: রেল চত্বরে হকার সমস্যার সমাধানে রাজ্য যথেষ্ট সহযোগী৷ শুক্রবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ঘনশ্যাম সিং একথা জানিয়ে বলেন, শিয়ালদহ স্টেশন চত্বরের হকার হঠাতে রাজ্যের সহযোগিতা নেওয়া হবে৷ স্বচ্ছ ভারত অভিযানে এদিন রেলের পক্ষ থেকে ‘স্বচ্ছ সংবাদ দিবস’ পালন করা হয়৷ হাওড়া স্টেশনের বাইরে হকারদের দৌরাত্ম্যের অভিযোগ শুনে জিএম বলেন, পরিচ্ছন্নতা বজায় রাখতে হকার সরানো হবে৷ তবে তারা শুধুই রেলের আওতায় অভিযান চালাতে সক্ষম৷ জিএম সিং জানান, স্টেশনের বাইরের স্থান রাজ্যের৷ এ নিয়ে তাই রাজ্যের সহযোগিতা চাওয়া হয়েছে৷ আশ্বাসও মিলেছে৷ হাওড়া স্টেশনের ভিতরে দুশোর বেশি হকার রয়েছে৷ শিয়ালদহে আরও বেশি৷ এজন্য স্টেশনগুলি বেশি মাত্রায় নোংরা হচ্ছে৷
এই ধরনের কথা শুনে রীতিমতো বীতশ্রদ্ধ জিএম শ্যাম কুমার বলেন, হাওড়া দেশের মধ্যে পরিচ্ছন্ন স্টেশন৷ স্টেশন পরিচ্ছন্নতা শুধু ‘সপ্তাহ পালন’ অনুষ্ঠানে বন্দি করে রাখলেই চলবে না, সারা বছর এই অভিযান চলবে৷ সংশ্লিষ্ট সপ্তাহে পরিচ্ছন্নতার অভিযান চালানো হয় ৭৮৮টি স্টেশনে৷ স্টেশন নোংরা করার জন্য ওই সপ্তাহে ৩৮৬ জনকে ধরে ১,৩৭,৯৪০ টাকা জরিমানা বাবদ আদায় করা হয়েছে৷ স্টেশন চত্বর নোংরা করা থেকে রুখতে প্রত্যেকটি মানুষকে সচেতন হতে অনুরোধ করেন জিএম৷ তিনি স্পষ্টতই জানান, রেলের হাতে যা ক্ষমতা বা কর্মীবল তাতে এত স্টেশনে নজর রাখা সম্ভব নয়৷ চাই গণ সচেতনতা৷ স্টেশন চত্বর অপরিষ্কার করলে ৫০০ টাকা জরিমানার কথাও তিনি বলেন৷
হকার উচ্ছেদ বা অপরাধ দমনে রেলের হাতে তেমন ক্ষমতা নেই৷ রাজ্যের উপরই নির্ভর করতে হয়৷ হাওড়া স্টেশনের ভিতর অপরিচছন্ন করার জন্য দায়ী দুশোরও বেশি হকার৷ আর এই হকারদের প্রত্যক্ষ মদতদাতা আরপিএফ৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা এক প্রকার স্বীকার করে নেন আরপিএফের কম্যানডান্ট অমরীশ কুমার৷ তিনি বলেন, হকার তুলতে বিভিন্ন এজেন্সির বাধা রয়েছে৷ তবে আরপিএফ-এর সখ্যে হকারি হলে আমাদের জানালে সেই আরপিএফের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে৷ পাশাপাশি রেলের হেল্প লাইন সময়ে কাজ না দেওয়া সম্পর্কে তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ব্যবস্থার উন্নতি করা হবে৷ তিন মিনিটেই ফল মিলবে৷ তবে আরপিএফ ও জিআরপি-র আলাদা-আলাদাভাবে কাজের প্রতি তিনি আগ্রহ প্রকাশ করে বলেন, এতে কাজের বিকেন্দ্রীকরণ হবে৷ সুরক্ষার জন্য ২৮ কর্মীকে নিয়ে তৈরি হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াড ও কমান্ডো ইউনিট৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.