Advertisement
Advertisement

উত্তুরে হাওয়ার দাপটে নামছে পারদ, শীতের আমেজ তিলোত্তমায়

কনকনে ঠান্ডা উপভোগের জন্য অপেক্ষা করতে হবে শহরবাসীকে, মত আবহাওয়াবিদদের৷

winter returns to the city
Published by: Kumaresh Halder
  • Posted:December 5, 2018 9:21 am
  • Updated:December 5, 2018 12:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তুরে হাওয়ার দাপটে শীতের আমেজ ফিরল শহর কলকাতায়৷ দিনের তাপমাত্রাও নেমেছে বেশ খানিকটা৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম৷ আরও নামবে রাতের তাপমাত্রা৷ তবে কনকনে ঠান্ডার অনুভূতি পেতে এখনও সপ্তাহ দু’য়েক সময় লাগবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস৷

[ভাইজ্যাগের আদলে সাবমেরিন ও বিমান মিউজিয়াম হবে কলকাতায়]

শহর কলকাতার পাশাপাশি তাপমাত্রা নেমেছে জেলাগুলিতেও৷ উত্তুরে হাওয়া জোরদার হওয়ায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীত সক্রিয় হতে শুরু করেছে৷ গোটা দক্ষিণবঙ্গজুড়ে এখন শীতের আমেজ৷ উত্তরবঙ্গেও তাপমাত্রা নেমেছে অনেকটাই৷ জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কোচবিহারে কনকনে ঠান্ডার দাপট শুরু হয়েছে৷ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত মাসে পুবালি বাতাস দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি পরিমাণে ঢুকতে শুরু করে৷ এতে তাপমাত্রা বেড়ে যায়৷ বায়ুমণ্ডলে বিভিন্ন পরিস্থিতির জন্য এই সময় উত্তুরে হাওয়া থমকে যায়৷ কিন্তু, পুবালি বাতাসের দাপট কমতে থাকায় নতুন করে সক্রিয় হয়ে উঠেছে উত্তুরে হাওয়া৷ আর তার জেরেই শীত ফিরতে শুরু করেছে৷ উত্তুরে হাওয়া জোরদার হয়ে ওঠায় আগামী দিনতিনেক তাপমাত্রা কমের দিকে থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা৷

Advertisement

[পারিষদদের দায়িত্ব বন্টন নয়া মেয়রের, পুর প্রশাসনে গুরুত্ব বাড়ল অতীনের]

আবহাওয়া অফিস জানিয়েছে, কাশ্মীরের দিক থেকে আসা উত্তুরে হাওয়া উত্তর ভারত, বিহার, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসে৷ সেখানে তাপমাত্রা কমে ১০ ডিগ্রির আশপাশে চলে এসেছে৷ এখনও কোনও শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে আসেনি৷ ফলে, বাধাবিপত্তি না থাকায় অবাধে ছুটছে উত্তুরে হাওয়া৷ আর তার জেরেই তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে৷ আবহাওয়াবিদদের মতে, কনকনে শীতের জন্য এখনই আশা করে লাভ নেই৷ আবহাওয়ার গতিপ্রকৃতি যেভাবে বদল ঘটছে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত মাত্র মাসখানেকই কনকনে ঠান্ডা উপভোগ করা যাবে বলেই মত আবহাওয়াবিদদের৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement