স্টাফ রিপোর্টার: রাজ্যে উত্তুরে হাওয়ার কড়া নাড়া শুরু৷ মেঘের পরত কাটিয়ে ঢুকছে শীত৷ নোট বদল নিয়ে রাজ্যের পরিস্থিতি যতই সরগরম হোক না কেন, উত্তুরে হওয়ার দরুন আবহাওয়ায় এখন স্বস্তির শীতলতা৷ বুধবার বিকেল থেকেই ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করে৷ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা স্বাভাবিকের থেকে কম ছিল৷ কলকাতায় শীতের প্রভাব খুব বেশি না থাকলেও, পার্শ্ববর্তী জেলাগুলিতে বুধবার রাত থেকেই জাঁকিয়ে পড়েছে শীত৷
দুই ২৪ পরগনা-সহ মালদহ, মুর্শিদাবাদ, নদিয়ায় রীতিমতো শীতের পোশাক পরে ঘুরছেন মানুষ৷ অনেকেরই গায়ে চাদর, সোয়েটার, মাফলার দেখা যাচ্ছে৷ আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে বলে আশা করা যাচ্ছে৷ তাই উত্তুরে হাওয়া কোনও বাধার সম্মুখীন হবে না৷ বুধবার রাত থেকেই হু হু করে ঢুকছে শীত৷ এদিন সকালেও অন্যদিনের তুলনায় তাপমাত্রা হঠাত্ কমে যায়৷ তার সঙ্গে হিমেল হাওয়া৷ পরিবেশবিদদের মতে, ভোরবেলায় দূষণ ও ধূলিকণা বেশি থাকে, তার সঙ্গে আচমকা বাতাসে উত্তুরে হাওয়ার দাপট৷ জানা গিয়েছে, সেই কারণেই সকালের প্রাতঃভ্রমণে কাটছাঁট করার প্রবণতা দেখা যাচ্ছে অনেক মানুষের মধ্যে৷ শীতের বার্তায় উপসর্গ হিসাবে সর্দি-কাশি তো আছেই৷ চিকিৎসকদের পরামর্শ, শিশুদের বিশেষ নজরে রাখতে হবে৷ রাতে বাইরে গেলে মাফলার, টুপি আবশ্যিক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.