সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উত্তুরে হাওয়ার হাত ধরে শীত ফিরছে শহরে৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকায় সপ্তাহ শেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা বেশ খানিকটা কমবে বলে আশা করছে আলিপুর হাওয়া অফিস৷
জানা গিয়েছে, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হওয়ার কারণে গত বেশ কয়েকদিন ধরে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করেছিল৷ ফলে, উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়ে৷ আর তার জেরেই ভোর ও রাতের দিকে শুধু হালকা শীতের অনুভূতি মিললেও দিনে জারি ছিল অস্বস্তি৷ কিন্তু, এবার পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় শুক্রবার থেকে ফের উত্তুরে হাওয়া জোরালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷
আবহাওয়াবিদদের অনুমান, বঙ্গোপসাগরের উপর থাকা উচ্চচাপ বলয় দুর্বল হওয়ার জেরে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি কমবে৷ ফলে, বাড়বে উত্তুরে হাওয়ার দাপট৷ উত্তুরে হাওয়ার হাত ধরে আগামী দু’এক দিন পর থেকে বাড়বে শীতের প্রভাব৷ কমবে শহরের উষ্ণতা৷ সবকিছু ঠিকঠাক থাকলে সপ্তাহ শেষে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর৷
কিন্তু, কতদিন স্থায়ী হবে উত্তুরে হাওয়ার দাপট? এবিষয়ে হাওয়া অফিসের তরফে স্পষ্টভাবে কিছুই জানানো না হলেও মনে করা হচ্ছে, নভেম্বর মাসের শেষের দিকে প্রভাব বাড়াবে শীত৷ বঙ্গোপসাগরের কোনও উচ্চচাপ বলয় তৈরি না হলে রাজ্যের উপর দিয়ে বইবে উত্তুরে হাওয়া৷ এমনিতেই দিন যত এগোচ্ছে, স্বাভাবিক তাপমাত্রার তত পরিবর্তন হচ্ছে৷ শীত যত এগিয়ে আসবে, স্বাভাবিক সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কমবে৷ সেই অনুযায়ী তাপমাত্রা কমবে৷ ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.