ফাইল চিত্র।
নব্যেন্দু হাজরা: বড়দিনে পার্কস্ট্রিটমুখী জনতার ভিড় সামাল দিতে বাড়তি মেট্রো চালিয়েছিল কর্তৃপক্ষ। ভিড়ও উপচে পড়েছিল পাতালপথে। কিন্তু বর্ষশেষের রাতে বাড়তি কোনও মেট্রো পরিষেবা নেই। আর পাঁচটা রবিবারের মতোই ৩১ ডিসেম্বর রাতেও শেষ মেট্রো দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। অর্থাৎ বেশি রাত পর্যন্ত পার্কস্ট্রিটে হেঁটে বাড়ি ফেরার জন্য মেট্রো পাওয়া যাবে না। ফলে কেউ যদি পাতালপথের ভরসায় বর্ষশেষের রাতে সেলিব্রেট করবেন ভেবে পার্কস্ট্রিটে আসেন, তাহলে তাঁকে ভুগতে হতে পারে।
তবে রাতে পার্কস্ট্রিটমুখী জনতাকে বাড়ি ফেরাতে বিশেষ বাস পরিষেবা রাখছে পরিবহণ দপ্তর। জানানো হয়েছে মাঝরাত পর্যন্ত এই বাস রাস্তায় মিলবে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যের জন্য বাস চলবে। একইসঙ্গে থাকবে পর্যাপ্ত বেসরকারি বাস, অটোও।
এদিকে পাতালপথে যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়েছে, বর্ষশেষের দিন এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন এবং দমদম মেট্রো স্টেশনেও নিরাপত্তা বাড়ানো হচ্ছে। এই স্টেশনগুলোয় প্রশিক্ষণপ্রাপ্ত আরপিএফ জওয়ান মোতায়েন করা হবে। প্রতিটি স্টেশনে মোতায়েন থাকবেন মেট্রো রেলের একাধিক কর্মী এবং আধিকারিকরা।
এছাড়াও মহিলা, শিশু এবং বয়স্ক যাত্রীদের জন্য পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে রাখা হবে মহিলা আরপিএফ কনস্টেবল। পার্কস্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি করে বিশেষ টিমও রাখা হবে। এই দলে থাকবেন একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই পদমর্যাদার আধিকারিক এবং মেট্রো রেলের ৪ আধিকারিক। বিকেল এবং সন্ধেয় সব থেকে বেশি ভিড় হয় পার্ক স্ট্রিট মেট্রোয়। ভিড় সামলাতে আরও একটি বিশেষ দল রাখা হবে। সেই দলে মেট্রো রেলের তরফে ১ জন আধিকারিক এবং ৪ জন সাধারণ কর্মী থাকবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.