অর্ণব দাস, বারাকপুর: মেয়ের ধর্ষক সঞ্জয় রায়ের ফাঁসির বিরোধিতা করেছে অভয়ার বাবা-মা। যা নিয়ে জলঘোলা শুরু হয়েছে। কেন নিজের মেয়ের খুনি-ধর্ষককে বাঁচাতে চাইছেন তরুণী চিকিৎসকের বাবা-মা? সেই প্রশ্ন এখন মুখে-মুখে। বিষয়টি নিয়ে সোমবার সন্ধেয় মুখ খুললেন তাঁরা। জানালেন, তদন্তের অনেক সূত্র হাতছাড়া হয়েছে। একটি মাত্র সূত্র হাতে রয়েছে। তাকে হাতছাড়া করতে নারাজ নির্যাতিতার বাবা-মা। পালটা নির্যাতিতার পরিবারের আচরণ রহস্যজনক বলে মন্তব্য করলেন তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তদন্তেরও দাবি করলেন।
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চায় না নির্যাতিতার পরিবার! সোমবার কলকাতা হাই কোর্টে মামলার শুনানিতে পরিবারের আইনজীবী এমনই জানালেন বলে খবর। এদিন সওয়াল-জবাবে আইনজীবী শামিম আহমেদের আরও বক্তব্য, কন্যাহারা পরিবার চায় না যে দোষীর সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড হোক। বরং তাঁদের দাবি, ‘প্রকৃত অপরাধী’রা অধরা, তাদের তদন্তের আওতায় আনা হোক। কিন্তু কেন? নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবার কথায়, “তদন্তের সবকটি মানিক আমাদের হারিয়ে গিয়েছে। একটি মানিক রয়েছে। আমরা ওটাকে আর হারাতে চাইছি না। চাইছি পকেটে রাখতে। তাই ফাঁসি চাই না।” যদিও ‘অভয়া’র পরিবারের প্রতিক্রিয়ায় হতভম্ব রাজ্যবাসী। রাজনীতিবিদদের একাংশ এর নেপথ্যে অন্য রহস্যের গন্ধ পাচ্ছেন।
তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,”সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। সমাজ তার ফাঁসি চাইছে। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে ফাঁসি চেয়েছেন। ধর্ষণ করে খুন, পৃথিবীর ঘৃণ্যতম-কুৎসিততম অপরাধ। যেখানে যেখানে এধরনের কুৎসিততম ঘটনা ঘটেছে, সকলের পরিবার-পরিজন দোষীর ফাঁসির দাবি করেন। কিন্তু এখানে ব্যতিক্রম। পরিবার বলছে ফাঁসি চাই না।” তাঁর আরও সংযোজন, “বাবা-মা বলছেন, দোষীর ফাঁসি চাই না। বাবা-মা সঞ্জয়কে প্রটেক্ট করতে চাইছেন। এরপর বলবে, জেলে বড্ড ঠাণ্ডা। ওঁরা সঞ্জয়কে কম্বর-সোয়েটার দিতে যাবে। বলবে, জেলের খাবার ভালো না। তখন সঞ্জয়কে পুষ্টিকর খাবার দিতে যাবে। এটা হচ্ছেটা কী?” পরিবারের এহেন মন্তব্যের পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন কুণাল। বলছেন, “কারা এর পিছনে রয়েছে? বাম-অতি বামেদের কথা নির্যাতিতার বাবা-মার মুখ থেকে বেরচ্ছে। অন্ধ তৃণমূল বিরোধীরা গুলিয়ে দিতে চাইছেন। তদন্তের বাকিদের সঙ্গে সঞ্জয়ের কোনও যোগ নেই।” তিনি আরও বলেন, “কোনও সুস্থ বাবা-মা, সুস্থ নাগরিকরা ভাবতে পারবে, ফাঁসি চাই না? এটা কী করে হতে পারে? আচরণ অত্যন্ত রহস্যজনক। কারা বা কী কী যুক্ত রয়েছে তার সবটা তদন্তের আওতায় আনা দরকার।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.